CTG NEWS 24 Desk|| চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে ৭টি রেস্টুরেন্টকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) নগরীর ষোলশহর, মুরাদপুর ও ২ নম্বর গেট এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।
অভিযান সূত্রে জানা যায়, ষোলশহর, মুরাদপুর ও ২ নম্বর গেট এলাকায় ১০টি রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন করার দায়ে ৭টি রেস্টুরেন্টকে ১৭ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। CTG NEWS 24
অন্যদিকে বিপ্লবী উদ্যানের ফুডকোর্টগুলো রেস্তোরাঁ পরিচালনার জন্য জেলা প্রশাসনের কোন লাইসেন্স দেখাতে পারেনি। প্রথমবারের মতো তাদেরকে সতর্ক করে আগামী এক সপ্তাহের মধ্যে লাইসেন্স সংগ্রহ করার নির্দেশনা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।