Romel Dey, CTG News 24 (CN24)
আগামীকাল ২৭শে জানুয়ারী বিপিএলের সিলেট পর্ব শুরু হতে যাচ্ছে মাশরাফির সিলেট স্ট্রাইকার্স বনাম রংপুর রাইডার্সের মধ্যেকার ম্যাচ দিয়ে। এটি এই আসরের ২৫তম ম্যাচ।
ক্যাপ্টেন মাশরাফি দিন কে দিন যেন বুঝিয়ে চলেছেন পায়ের জোর কমলেও ,বয়সের ছাপ পরলেও, শুধুমাত্র মনের জোরেও নিজের সেরাটা দেয়া যায়। এবার বিপিএলে ক্যাপ্টেনসি আর বোলিং সবটাতে পাচ্ছেন সাফল্যের ছোঁয়া। বিপিএলে সবার উপরে তার দল।
অন্যদিকে কিছুদিন আগেও প্র্যাকটিস না করার জন্য তাকে নিয়ে হল সমালোচনা ,অথচ তিনি কিনা বুঝিয়ে দিলেন, সাকিব আল হাসান বিশ্ব ক্রিকেট মঞ্চে এক এবং অনন্য। সাকিবের দল ফরচুন বারিশাল শেষ ম্যাচ হারলেও ৭ম্যাচে ৩০৪ রান করে ব্যাটারদের মধ্যে সবার উপরে আছেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। যেখানে সাকিবের গড় ৭৬ এবং স্ট্রাইক রেট ১৯২.৪১ যা দিয়ে সত্যি অনুমেয় কতটা ভয়ঙ্কর সাকিব এই আসরে ।
অন্যদিকে ঢাকা ডমিনেটরসের অধিনায়ক নাসির হোসেনের দল শেষ ম্যাচে পেয়েছে অবিশ্বাস্য এক জয়ের দেখা, যেখানে সামনে থেকে অধিনায়ক নাসির হোসেন অলরাউন্ডিং পারফর্ম করছেন নিয়মিত, ব্যাটারদের মধ্যে ২য়। গড় ৫৮.২০ এবং স্ট্রাইক রেট ১২৫.৯৭ নিয়ে তার ২৯১ রান ।
এছাড়া সিলেট স্ট্রাইকার্সের নাজমুল হোসেন শান্ত ২৮৩ রান নিয়ে তিন নাম্বারে, গড় ৫৬.২০, স্ট্রাইক রেট ১১৪.২৩।এদিকে পাকিস্তানের ইফতেখার আহমেদের গড় ৯১। যা টি-২০ বিশ্ব ক্রিকেটে বলা চলে অকল্পনীয় , স্ট্রাইক রেট ১৭৮.০০, আছেন ৪ নাম্বারে। হাঁকিয়েছেন এখনও পর্যন্ত এই বিপিএলের সব থেকে বেশি ১৯ টি ছক্কা, পেয়েছেন শতকের দেখাও ।
অপরদিকে ৬ ম্যাচে ১২উইকেট নিয়ে বোলারদের মধ্যে সবার উপরে খুলনা টাইগার্সের ওয়াহাব রিয়াজ,৪ উইকেট নিয়েছেন দুইবার। এরপরেই আছেন ঢাকা ডমিনেটরসের অধিনায়ক নাসির হোসেন, ৮ ম্যাচে ১১ উইকেট নিয়ে এখনও বার্তা দিচ্ছেন ,ফুরিয়ে যাননি তিনি। তিনে আছেন ঢাকা ডমিনেটরসের তথা বাংলাদেশ দলের অন্যতম সেরা বোলার তাসকিন আহমেদ,৮ খেলায় থলিতে পুরেছেন ১০ উইকেট।
এত এত অভিযোগের মাঝেও ,বলা চলে ব্যাটে – বলে সমান তালে এগিয়ে চলেছে এবারের বিপিএল। বিদেশী খেলোয়াড়দের থেকেও ভালো পারফর্ম করে চলেছে দেশি খেলোয়াড়েরা। তবে অনেক দেশি খেলোয়াড়দের এখনও জ্বলে ওটা রয়েছে বাকি ।
পয়েন্টস টেবিলের শীর্ষে মাশরাফির সিলেট স্ট্রাইকার্স । সাকিব আর ইফতেখারের ব্যাটিং ঝলকে ফরচুন বারিশাল উঠে এসেছে ২য় অবস্থানে, মিশ্র ফলাফল নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স আছে এরপরেই।