Categories: খেলা

আহমেদাবাদে শেষ টেস্ট ড্র, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত ও অস্ট্রেলিয়া

Romel Dey, CTG News 24 (CN24) Sports

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম, ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার অনুষ্ঠিত চতুর্থ ও শেষ টেস্টটি ড্র হয়েছে, ফলে ২-১ সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক ভারত ।

আজ ৫ম দিনের খেলায় অস্ট্রেলিয়া ৭৮.১ ওভারে ২ উইকেটে ১৭৫ রান করলে, দুইদলের অধিনায়ক ড্র মেনে নেন। দিনের শুরুতে অজিরা তাদের ২য় ইনিংসে ১৪ রানের মাথায় কুহনিম্যানকে হারায় স্পিনার আশ্বিনের এলবিডব্লিউর ফাঁদে পড়ে। কিন্তু পরবর্তীতে হেড ও ল্যাবুশ্যাগনে মিলে ১৩৯ রানের জুটি গড়লে আর কোন চাপে পড়তে হয়নি সফরকারিদের। হেড ৯০ রান করে আক্সার প্যাটেলের বলে বোল্ড হয়ে ফিরে যান। শেষ পর্যন্ত ল্যাবুশ্যাগনে ৬৩ ও স্টিভ স্মিথ ১০ রানে অপরাজিত থাকেন।

এদিকে ভারত তাদের ১ম ইনিংসে ৫৭১ রানে অলআউট হয়। যদিও ইনজুরির কারনে ব্যাট করতে পারেননি শ্রেয়াস আইয়ার। কিন্তু ভিরাট কোহলি যেন সেটি বুজতেই দেননি। মূলত তার ১৮৬ রানের বিশাল ইনিংসের উপর ভর করে ভারত বড় সগরহ করতে সমর্থ হয়। এছাড়াও অসাধারণ ফর্মে থাকা গিল করেন ১২৮ রান। অন্যান্যদের মধ্যে আক্সার ৭৯ ও ভারাত ৪৪ রান করেন।ফলে ভারত ৯১ রানের লিড পায় অজিদের পক্ষে লিয়ন ও মারফি ৩টি করে উইকেট নেন।

উসমান খাজার ১৮০ রানের নান্দনিক এক ইনিংশের উপর ভর করে অজিরা ১ম ইনিংসে করেছিল ৪৮০ রান। এছাড়া দলে সুযোগ পেয়ে শতক হাঁকিয়ে নিজের জাত চিনিয়েছেন আরেক অজি ব্যাটার গ্রিন, খেলেছেন ১১৪ রানের ইনিংস। ভারতের পক্ষে অশ্বিন ৬ উইকেট নিয়ে তুলে নিয়েছিলেন দারুণ এক দুর্দান্ত ফাইফার।

ম্যাচ সেরা হয়েছেন ভিরাট কোহলি। সিরিজ সেরা হয়েছেন যৌথভাবে অশ্বিন ও জাদেজা। এর আগে প্রথম ২টি ম্যাচ জিতে সিরিজে ভালোভাবেই এগিয়ে ছিল স্বাগতিক ভারত, কিন্তু ৩য় টেস্টে জয় তুলে নিয়ে অজিরা দারুণভাবে ফিরে আসে ।

এই ম্যাচ ড্রয়ে ২০২৩ সালের টেস্ট চ্যাম্পইয়নশিপের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো দুই দলই।

ctgnews24bd

Recent Posts

আইনজীবী আলিফ হত্যা: দুই আসামি রিমান্ডে

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার মামলায় প্রধান আসামি চন্দন দাস এবং অপর…

2 weeks ago

ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ

শান্তি–সম্প্রীতির প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ রাজনীতিকদের পর ধর্মীয় নেতারাও দেশে শান্তি, সম্প্রীতি এবং স্বাধীন অস্তিত্ব ও…

3 weeks ago

ভয়মুক্ত নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভয়মুক্ত এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার কথা বলেছেন,…

3 weeks ago

স্ত্রী হত্যা মামলায় জামিনে মুক্ত সাবেক এসপি বাবুল আক্তার

তিন বছর সাত মাস পর স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় জামিনে মুক্তি পেয়েছেন সাবেক…

3 weeks ago

চট্টগ্রাম আদালতে সংঘর্ষ, হত্যা

২৯ আওয়ামী লীগ নেতা-কর্মীর বিরুদ্ধে ব্যবসায়ীর মামলা চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন না…

3 weeks ago

চট্টগ্রামে ১০ সরকারি স্কুল

এক আসনের বিপরীতে ৬২টি আবেদন চট্টগ্রামে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে এ বছর সবচেয়ে বেশি আবেদন…

3 weeks ago