CTG NEWS 24 (CN24) Desk||
ইউক্রেনের রাজধানী কিয়েভে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।
স্থানীয় সময় বুধবার সকালে রাজধানী কিয়েভের পূর্বাঞ্চলের ব্রোভারিতে অবতরণের সময় একটি কিন্ডারগার্টেনের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাস্তিরস্কিসহ হেলিকপ্টারটিতে ৮ জন আরোহী ছিলেন। মোনাস্তিরস্কির উপমন্ত্রী ও রাজ্য সবিচও মারা গেছেন। CTG NEWS 24 (CN24)
দেশটির ন্যাশনাল পুলিশের প্রধান ইগর কিলিমেনকো বিবিসিকে জানান, আমরা যতটুকু জানি স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মনাসট্রাইরিস্কি,উপ-স্বরাষ্ট্রমন্ত্রী,বেশ কয়েক উর্ধতন কর্মকর্তাসহ ১৬ জন নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় আকাশ অন্ধকার এবং কুয়াশাচ্ছন্ন ছিল । হেলিকপ্টারটি একটি আবাসিক ভবনের কাছে বিধ্বস্ত হওয়ার আগে শিশুদের স্কুলে আঘাত করেছিল।
CTG NEWS 24 (CN24) Desk||