ব্রাজিলের সুপ্রিম কোর্ট ও কংগ্রেস ভবনে কট্টর ডানপন্থীদের হামলা

কোর্ট ও কংগ্রেস ভবনে কট্টর ডানপন্থীদের হামলাব্রাজিলের কট্টর ডানপন্থী সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সমর্থকরা দেশটির সুপ্রিম কোর্ট এবং কংগ্রেসে হামলা চালিয়েছে। রোববার এ হামলার পর বর্তমানে কংগ্রেসের নিয়ন্ত্রণ আবার প্রতিষ্ঠিত করেছে নিরাপত্তা বাহিনী।

দেশটির রাজধানী ব্রাসিলিয়ায় সুপ্রিম কোর্টেও হামলা চালায় কট্টর ডানপন্থী সমর্থকরা। তারা প্রেসিডেনশিয়াল প্যালেসও ঘিরে রাখে। সেসময় তারা ব্রাজিলের গায়ে পতাকা জড়িয়ে ছিল। বিক্ষোভকারীদের হঠাতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।

বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকা ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো গত অক্টোবরে বামপন্থী প্রার্থী লুইজ ইনাসিও লুলা ডা সিলভার কাছে নির্বাচনে হেরে যান।

তবে তার সমর্থকরা তার এই হার মেনে নিতে অসম্মতি জানায় এবং তারা সামরিক উত্থানের আহ্বান জানিয়ে লুলার পদত্যাগ দাবি করে।

লুলা বর্তমানে ব্রাজিলের আরেক প্রদেশ সাও পাওলোতে দাপ্তরিক ভ্রমণে রয়েছেন। তিনি বিক্ষোভকারীদের “ধর্মান্ধ ফ্যাসিস্ট” বলে উল্লেখ করেন এবং তাদের শাস্তি দেবেন বলে প্রতিজ্ঞা করেছেন।

এদিকে ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতি অ্যালেহান্দ্রে ডি মোরেস ব্রাজিলিয়ার গভর্নর ইবানিস রোচাকে তার পদ থেকে ৯০ দিনের জন্য সরিয়ে নিয়েছেন বলে সিএনএন ব্রাজিল তাদের প্রতিবেদনে জানিয়েছে।

সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর হাজার হাজার সমর্থক দেশটির কংগ্রেস, প্লানাল্তো প্যালেস এবং সুপ্রিম কোর্টে হামলা চালানোর পর বিচারপতি অ্যালেহান্দ্রে ডি মোরেসের এই সিদ্ধান্ত এলো।

আদালতের এই সিদ্ধান্ত আসে দেশটির অ্যাটর্নি জেনারেলের দপ্তর এবং সিনেটর র‍্যানডলফ রদ্রিগেজের অনুরোধের প্রেক্ষিতে।

মোরেস বলেন যে, রোববারের কোর্ট ও কংগ্রেস ভবনে কট্টর ডানপন্থীদের হামলা ঘটনার সময় ইবানিসের ভূমিকা ছিল “বেদনাদায়ক নীরব।”

কোর্ট ও কংগ্রেস ভবনে কট্টর ডানপন্থীদের হামলা

আরো পড়ুন: https://ctgnews24bd.com/%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae/%e0%a6%95%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%9b/

  • Related Posts

    আরও রক্তক্ষয়ের পথেই যাচ্ছে পাকিস্তান?

    সব বাধা ভেঙে রাজধানীতে ঝড় তুলতে বদ্ধপরিকর উত্তেজিত জনতা। পথেই তাদের আটকে দেওয়ার জন্য মরিয়া আতঙ্কিত এক প্রশাসন। কয়েক দিন ধরে ইসলামাবাদ দৃশ্যত লকডাউনের মধ্যে রয়েছে। বড় বড় কনটেইনার ফেলে…

    Read more

    পোপ ফ্রান্সিস ও ড. ইউনূসের নামে ভ্যাটিকান সিটির থ্রি জিরো ক্লাব

    বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ‘থ্রি জিরো’ নিয়ে ‘পোপ ফ্রান্সিস থ্রি জিরোস ক্লাব’ নামে একটি প্ল্যাটফর্ম শুরু করেছে ভ্যাটিকান সিটি। মানবতার জন্য একটি রূপান্তরমূলক এবং অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের…

    Read more

    One thought on “ব্রাজিলের সুপ্রিম কোর্ট ও কংগ্রেস ভবনে কট্টর ডানপন্থীদের হামলা

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *