চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় ভবনের ছাদ থেকে পড়ে আয়ান নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ ডিসেম্বর) দুপুর সোয়া একটার দিকে বাটাগলি সংলগ্ন শান্তিধারা আবাসিক এলাকার কানুনগো ভবনের ছাদ থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আয়ান জেলা প্রশাসক কার্যালয়ের অস্থায়ী ফটোগ্রাফার মো. জনির ছেলে। নিহত শিশু আয়ানের দাদা অলি উল্লাহ জানান, ভবনটির পাঁচ তলার উপরে টিনশেড ঘরে ভাড়ায় থাকতেন ফটোগ্রাফার জনি। দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে ভবনের ছাদে হাঁটতে গিয়ে শিশু আয়ান উল্টে নিচে পড়ে যায়। এতে সে মাথায় গুরুতর আঘাত পায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আয়ানকে মৃত ঘোষণা করেন। এদিকে শনিবার বিকেল ৩টায় নিহত শিশুটির নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে নগরের হযরত গরীব উল্লাহ শাহ (র:) মাজার সংলগ্ন কবরস্থানে শিশুটির মরদেহ দাফন করা হয়। নামাজে জানাযায় চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মাহমুদ উল্লাহ মারুফ, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. তৌহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

  • Related Posts

    আইনজীবী আলিফ হত্যা: দুই আসামি রিমান্ডে

    চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার মামলায় প্রধান আসামি চন্দন দাস এবং অপর আসামি রিপন দাসের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে চন্দন দাসকে সাত দিন এবং রিপন…

    Read more

    স্ত্রী হত্যা মামলায় জামিনে মুক্ত সাবেক এসপি বাবুল আক্তার

    তিন বছর সাত মাস পর স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় জামিনে মুক্তি পেয়েছেন সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার। বুধবার (৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *