চট্টগ্রাম

চট্টগ্রামে আজ ৭ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ

আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় সাত ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্যাস সঞ্চালন লাইনে মেরামত কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)।

গতকাল বুধবার (২৮ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে কেজিডিসিএল জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবারহ বন্ধ থাকবে।

এছাড়া আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের চাপ কম থাকবে।

কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, নগরের টাইগারপাস থেকে দেওয়ানহাট এলাকায় গ্যাসের সরবরাহ লাইনে দু’টি ভাল্ব সংস্কারের কাজ চলছে। ১৯৮৬ সালে ভাল্বগুলো স্থাপন করা হয়েছিল। সম্প্রতি ফেটে যাওয়া ভাল্বগুলো সংস্কার করে প্রতিস্থাপন করা হচ্ছে। ওই এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে। এজন্য প্রতিস্থাপনের সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আংশিক এলাকায় গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেয়া হবে।

এ বিষয়ে কেজিডিসিএল’র উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী অনুপম দত্ত (বিতরণ) বলেন, টাইগারপাস ও দেওয়ানহাটের দুইটি লাইন বাল্ব ফেটে গেছে। সেগুলোর সংস্কার কাজের জন্য নগরীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ ৭ ঘণ্টা বন্ধ থাকবে।

যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
চট্টগ্রাম নগরীর জিইসি, ওয়াসা, লালখানবাজার, টাইগারপাস, কদমতলী, আমবাগান, মোল্লাপাড়া, মেহেদীবাগ, লাভলেইন, নন্দনকানন, রিয়াজউদ্দিন বাজার, নিউমার্কেট, নালাপাড়া, জামালখান, কাজির দেউড়ি, ডিসি হিল এবং এনায়েত বাজার এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ এবং সংশ্লিষ্ট এলাকাগুলোর আশেপাশে গ্যাস সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।

ctgnews24bd

Recent Posts

আইনজীবী আলিফ হত্যা: দুই আসামি রিমান্ডে

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার মামলায় প্রধান আসামি চন্দন দাস এবং অপর…

2 weeks ago

ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ

শান্তি–সম্প্রীতির প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ রাজনীতিকদের পর ধর্মীয় নেতারাও দেশে শান্তি, সম্প্রীতি এবং স্বাধীন অস্তিত্ব ও…

3 weeks ago

ভয়মুক্ত নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভয়মুক্ত এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার কথা বলেছেন,…

3 weeks ago

স্ত্রী হত্যা মামলায় জামিনে মুক্ত সাবেক এসপি বাবুল আক্তার

তিন বছর সাত মাস পর স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় জামিনে মুক্তি পেয়েছেন সাবেক…

3 weeks ago

চট্টগ্রাম আদালতে সংঘর্ষ, হত্যা

২৯ আওয়ামী লীগ নেতা-কর্মীর বিরুদ্ধে ব্যবসায়ীর মামলা চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন না…

3 weeks ago

চট্টগ্রামে ১০ সরকারি স্কুল

এক আসনের বিপরীতে ৬২টি আবেদন চট্টগ্রামে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে এ বছর সবচেয়ে বেশি আবেদন…

3 weeks ago