চট্টগ্রামে মাদক মামলায় রোহিঙ্গা যুবকের কারাদণ্ড

CTG News 24 (CN24) Desk

চট্টগ্রামে চার হাজার ইয়াবা উদ্ধারের মামলায় মো. সাদেক ওরফে ইলিয়াছ (২৭) নামে এক রোহিঙ্গা নাগরিককে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক শরীফুল আলম ভুঁঞা এ রায় দেন।

ইলিয়াছ কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পের আমগাছ তলা ব্লকের মৃত জাহিদ হোসেনের ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী মো. ওমর ফুয়াদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতারের পর কিছুদিন কারাভোগের পর আসামি জামিনে গিয়ে পলাতক হন। বৃহস্পতিবার তার অনুপস্থিতিতেই রায় ঘোষণা করেন বিচারক।

মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৩ আগস্ট চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে চার হাজার ইয়াবাসহ ইলিয়াছকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের তৎকালীন পরিদর্শক তপন কান্তি শর্মা বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা করেন।

পরে মামলায় অভিযোগপত্র দিলে ২০২২ সালের ৬ জানুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার বিচারে ছয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় দেন।

Related Posts

আইনজীবী আলিফ হত্যা: দুই আসামি রিমান্ডে

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার মামলায় প্রধান আসামি চন্দন দাস এবং অপর আসামি রিপন দাসের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে চন্দন দাসকে সাত দিন এবং রিপন…

Read more

স্ত্রী হত্যা মামলায় জামিনে মুক্ত সাবেক এসপি বাবুল আক্তার

তিন বছর সাত মাস পর স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় জামিনে মুক্তি পেয়েছেন সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার। বুধবার (৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *