CTG NEWS 24 (CN24) Desk||
চট্টগ্রামের ষোলশহর রেলস্টেশনের পাশে ফেরদৌস প্লাজার নামে একটি চারতলা ভবন হেলে পড়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এ অবস্থায় ভবনের মালামাল নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস। বুধবার (১৮ জানুয়ারি) সকালে ষোলশহর রেলস্টেশনের ডান পাশে অবস্থিত ভবনটি হেলে পড়ে।
ফায়ার সার্ভিসের বায়েজিদ স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কবির হোসেন গণমাধ্যমকে বলেন, ভবনটির কিছু অংশ খালের অংশে পড়ায় ওই অংশটুকু আগেই ভাঙা হয়েছিলো। এছাড়া ভবনটির পাশে চশমা খালের খনন করা হয়েছে। খনন করায় নিচ থেকে মাটি সরেছে। এসব কারণ হেলে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এতে কোণো হতাহতের ঘটনা ঘটেনি।
চারতলা ভবটির নিচতলায় দোকান, দোতলায় দাঁতের চিকিৎসকের চেম্বার, তিন তলায় তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কেন্দ্র এবং চার তলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ৩৫তম ব্যাচের সংগঠন ঝুঁপড়ির’ একটি কার্যালয় রয়েছে। বুধবার সকালে দোকান খোলার সময় এক দোকানদার ভবনে ফাটল ও হেলে পড়ার বিষয়টি ভবনের মালিককে অবহিত করেন। পরে তিনি ঘটনাস্থলে পৌঁছেন। এ খবর জানাজানি হলে ভবনটি থেকে মালামাল সরানোর প্রক্রিয়া শুরু হয়। CTG NEWS 24
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ৩৫তম ব্যাচের সংগঠন ‘ঝুঁপড়ি’র সদস্য ওম প্রকাশ বলেন, গতকাল ভবন ভাঙার কারণে আমরা সেখানে নিরাপদ মনে করিনি। এরপর সেখান থেকে আমাদের জিনিসপত্র সরিয়ে নিয়েছি।
ভবন হেলে পড়া বিষয়ে ভবন মালিক খোরশেদ আলম বাপ্পী গণমাধ্যমকে জানান, এই ভবনে কেউ থাকে না। এখানে সব দোকান ও অফিস। সকাল ৭টার দিকে হেলে পড়ার বিষয়টি শুনেছি। এরপর সেখান থেকে মালামাল সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়। ভবনটির লাগোয়া চশমা খালে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলছে। প্রকল্পের আওতায় খালের ওই অংশে প্রতিরোধ দেয়াল নির্মাণ করা হচ্ছে। খালে দেয়াল নির্মাণের জন্য খনন কাজের কারণেই দালানটি হেলে গেছে। সিডিএর পারমর্শে এখন পরবর্তী করণীয় ঠিক করা হচ্ছে।
CTG NEWS 24 (CN24)