CTG News 24 (CN24) Desk
চট্টগ্রামের আনোয়ারায় ৩৬ দিন পার হলেও এখনও খোঁজ পাওয়া যায়নি এক স্কুলছাত্রীর। মেয়ের চিন্তায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে পরিবার।
অপহৃত ওই স্কুলছাত্রী বরুমছড়া বশরুজ্জমান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
এদিকে ৬ মার্চ অপহৃতের মামা গিয়াস উদ্দিন বাদি হয়ে মো. কবির উদ্দীন ওরফে রাসেল (২২) নামের এক যুবককে আসামি করে মামলা করেন।
তবে পুলিশ বলছে, আসামিকে ধরতে তাদের চেষ্টা অব্যাহত আছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত মো. কবির উদ্দীন রাসেল দীর্ঘদিন ধরে স্কুলে আসা-যাওয়ার পথে ওই স্কুলছাত্রীকে উত্যক্ত করতেন। একপর্যায়ে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে তুলে নিয়ে যাওয়ার হুমকিও দেন। পরে ভুক্তভোগীর পরিবার বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে রাসেল ক্ষিপ্ত হয়ে তার সহযোগীদের নিয়ে ওই স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়।
অপহৃত ছাত্রীর মা নাসরিন চৌধুরী বলেন, ‘স্কুল থেকে ফেরার পথে মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে বখাটে রাসেল ও তার সহযোগীরা। অপহরণের ৩৬ দিন পার হলেও পুলিশ এখনও তাকে উদ্ধার করতে পারেনি। আমার মেয়ের কী অবস্থা, কিছুই জানি না।’
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর বলেন, ‘আসামির বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মো. হাসান বলেন, ‘স্কুলছাত্রী নিখোঁজের পর তার মামা থানায় মামলা করেছেন। আমরা অপহৃতকে উদ্ধারে কাজ করে যাচ্ছি। আশা করি খুব দ্রুত সময়ে তাকে উদ্ধার করতে পারব।’