চট্টগ্রাম নিয়ে ভারতীয় সাংবাদিকেরা মিথ্যাচার করছেন, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামকে নিয়ে ভারতীয় সাংবাদিকেরা মিথ্যাচার করছেন। বাংলাদেশের বিরুদ্ধে অনবরত মিথ্যা সংবাদ প্রচার করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এর প্রতিবাদ জানানো হবে।

ভারতীয় সাংবাদিকদের সমালোচনা করে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে বরিশাল পুলিশ লাইনসে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম।

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘এখন অনেক মামলা হচ্ছে, তাতে অনেক নিরপরাধ লোকদের আসামি করা হচ্ছে। আমরা সুস্পষ্টভাবে বলে দিয়েছি, কারও বিরুদ্ধে হয়রানি করতে মামলা দায়ের করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বরিশালে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় সপ্তম পদাতিক ডিভিশনের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল আজিম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আবদুল মোমেন, আইজিপি ময়নুল ইসলাম, বিজিবির মহাপরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমানসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কৃষি উপদেষ্টা বলেন, ‘এখন কোনো দলীয় সরকার নেই। কাজ করতে সুবিধা। এই সুবিধাকে কাজে লাগান। কিন্তু অনেকে দেখছি বদলির জন্য অস্থির করে ফেলেন।’

এ সময় বরিশাল থেকে একজন পুলিশের কর্মকর্তাকে তুলে নেওয়া এবং ২৪ ঘণ্টায় তাঁর খোঁজ না পাওয়ার বিষয় তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন করা হয়, ২৪ ঘণ্টায় আসামিকে আদালতে হাজির করার বিধানটি কি রহিত করা হয়েছে? জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিধানটি আছে।’ এ সময় পাশে উপস্থিত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম বলেন, কাউকে আটকের পর ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজিরে করার বিধান আছে। তবে আটক ব্যক্তিকে আদালতে হাজির করার আগে গন্তব্যে নেওয়ার সময়টুকু এই ২৪ ঘণ্টা সময়সীমার মধ্যে কাউন্ট হবে না। ওই পুলিশ কর্মকর্তাকে এরই মধ্যে আদালতে তোলা হয়েছে।

দেশের কোথাও নীরব চাঁদাবাজি হলে পুলিশকে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে— এমন কথা উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘যদি কেউ ব্যবস্থা না নেয়, তাহলে তা আইজিপির নজরে আনবেন।’ এ সময় তিনি বলেন, ‘এখন অনেক কেস হচ্ছে, তাতে অনেক নিরপরাধ লোককে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমি বাহিনীর প্রধানদের বলছি, যারা এ ধরনের কেস করছে, তাদের বিরুদ্ধেও অ্যাকশন নেওয়ার জন্য। যদি এ ধরনের কেস হয়, তাহলে বাদীকেও যেন অ্যাকশনের আওতায় নেওয়া হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা এ ধরনের একটি সার্কুলারও দিয়েছি, যাতে এ ধরনের মামলা না নেওয়া হয়।’

দেশের পুলিশ বাহিনীর মধ্যে যে যে আস্থার সংকট ছিল, তা কাটিয়ে উঠছেন মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুলিশ বাহিনী আগের চেয়ে ইম্প্রুভ হচ্ছে, তবে পুরোপুরি হতে সময় লাগবে। আমি কিন্তু এসেছি তিন মাস হয়েছে। আমার কাছে এ রকম কোনো আলাদিনের চেরাগ নেই যে বলব হয়ে যাক, আর হয়ে যাবে। এ জন্য সময় লাগবে, সময় দিতে হবে।’ এ সময় মব জাস্টিসের বিরুদ্ধে গণমাধ্যমকে ভূমিকা রাখতে এগিয়ে আসার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

Related Posts

আইনজীবী আলিফ হত্যা: দুই আসামি রিমান্ডে

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার মামলায় প্রধান আসামি চন্দন দাস এবং অপর আসামি রিপন দাসের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে চন্দন দাসকে সাত দিন এবং রিপন…

Read more

ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ

শান্তি–সম্প্রীতির প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ রাজনীতিকদের পর ধর্মীয় নেতারাও দেশে শান্তি, সম্প্রীতি এবং স্বাধীন অস্তিত্ব ও মর্যাদার প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন। এ প্রশ্নে তাঁরা দেশবিরোধী সব ষড়যন্ত্র মোকাবিলায় অন্তর্বর্তী সরকারের…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *