চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনে লড়বেন ৪১ ভর্তিচ্ছু

CTG News 24 (CN24) Desk

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্নাতকে ভর্তি পরীক্ষার জন্য সোয়া ২ লাখ শিক্ষার্থী আবেদন করলেও ফি দিয়েছেন ২ লাখ। আসন আছে ৪ হাজার ৯২৬ টি। দ্বিতীয়বার ভর্তিচ্ছুরাও এই বছর পরীক্ষা দিবেন। এ হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪১ জন ভর্তিচ্ছু।

এসব তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক মোহাম্মদ খাইরুল ইসলাম।

তিনি বলেন, রোববার রাত ১২টা পর্যন্ত ভর্তি ফি জমা দেওয়ার শেষ সময় ছিল। ২ লাখ ৫৬ জন শিক্ষার্থী ভর্তি ফি জমা দিয়ে চূড়ান্ত করেছেন। এর আগে মোট আবেদনকারীর সংখ্যা ছিল ২ লাখ ১৪ হাজার ৩২৯ জন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটে আবেদন করেছেন ৭৪ হাজার ৬৫৯ জন, ‘বি’ ইউনিটে ৫২ হাজার ৯৯৫, ‘সি’ ইউনিটে ১৯ হাজার ৯৯৯ জন, ‘ডি’ ইউনিটে ৪৯ হাজার ১৭৮ জন শিক্ষার্থী। দুটি উপ-ইউনিটের মধ্যে ‘বি-১’ ইউনিটে আবেদন করেছেন ১ হাজার ৩৮২ জন এবং ‘ডি-১’ উপ ইউনিটে ১ হাজার ৮৪৩ জন।

প্রতি বছরের মতো এবারও বহুনির্বাচনী পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। ১২০ নম্বরের পরীক্ষায় কৃতকার্য নম্বর ৪০। ১০০ নম্বর বহুনির্বাচনী এবং ২০ মার্ক যোগ হবে এসএসসি ও এইচএসসির জিপিএ থেকে। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। তবে দ্বিতীয়বার ভর্তিচ্ছুদের মোট নম্বর থেকে পাঁচ নম্বর কেটে নম্বর হিসাব করা হবে।

Related Posts

আইনজীবী আলিফ হত্যা: দুই আসামি রিমান্ডে

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার মামলায় প্রধান আসামি চন্দন দাস এবং অপর আসামি রিপন দাসের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে চন্দন দাসকে সাত দিন এবং রিপন…

Read more

স্ত্রী হত্যা মামলায় জামিনে মুক্ত সাবেক এসপি বাবুল আক্তার

তিন বছর সাত মাস পর স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় জামিনে মুক্তি পেয়েছেন সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার। বুধবার (৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *