CTG News 24 (CN24) Desk
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্নাতকে ভর্তি পরীক্ষার জন্য সোয়া ২ লাখ শিক্ষার্থী আবেদন করলেও ফি দিয়েছেন ২ লাখ। আসন আছে ৪ হাজার ৯২৬ টি। দ্বিতীয়বার ভর্তিচ্ছুরাও এই বছর পরীক্ষা দিবেন। এ হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪১ জন ভর্তিচ্ছু।
এসব তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক মোহাম্মদ খাইরুল ইসলাম।
তিনি বলেন, রোববার রাত ১২টা পর্যন্ত ভর্তি ফি জমা দেওয়ার শেষ সময় ছিল। ২ লাখ ৫৬ জন শিক্ষার্থী ভর্তি ফি জমা দিয়ে চূড়ান্ত করেছেন। এর আগে মোট আবেদনকারীর সংখ্যা ছিল ২ লাখ ১৪ হাজার ৩২৯ জন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটে আবেদন করেছেন ৭৪ হাজার ৬৫৯ জন, ‘বি’ ইউনিটে ৫২ হাজার ৯৯৫, ‘সি’ ইউনিটে ১৯ হাজার ৯৯৯ জন, ‘ডি’ ইউনিটে ৪৯ হাজার ১৭৮ জন শিক্ষার্থী। দুটি উপ-ইউনিটের মধ্যে ‘বি-১’ ইউনিটে আবেদন করেছেন ১ হাজার ৩৮২ জন এবং ‘ডি-১’ উপ ইউনিটে ১ হাজার ৮৪৩ জন।
প্রতি বছরের মতো এবারও বহুনির্বাচনী পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। ১২০ নম্বরের পরীক্ষায় কৃতকার্য নম্বর ৪০। ১০০ নম্বর বহুনির্বাচনী এবং ২০ মার্ক যোগ হবে এসএসসি ও এইচএসসির জিপিএ থেকে। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। তবে দ্বিতীয়বার ভর্তিচ্ছুদের মোট নম্বর থেকে পাঁচ নম্বর কেটে নম্বর হিসাব করা হবে।
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার মামলায় প্রধান আসামি চন্দন দাস এবং অপর…
শান্তি–সম্প্রীতির প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ রাজনীতিকদের পর ধর্মীয় নেতারাও দেশে শান্তি, সম্প্রীতি এবং স্বাধীন অস্তিত্ব ও…
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভয়মুক্ত এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার কথা বলেছেন,…
তিন বছর সাত মাস পর স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় জামিনে মুক্তি পেয়েছেন সাবেক…
২৯ আওয়ামী লীগ নেতা-কর্মীর বিরুদ্ধে ব্যবসায়ীর মামলা চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন না…
এক আসনের বিপরীতে ৬২টি আবেদন চট্টগ্রামে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে এ বছর সবচেয়ে বেশি আবেদন…