চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের ন্যাক্কারজনক কর্মকান্ডের প্রতিবাদে চবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

CTG News 24 (CN24) Desk

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বর্তমান সভাপতি রেজাউল হক রুবেলের ন্যাক্কারজনক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জবি ছাত্রলীগের একাংশ।

উল্লেখ্য, চবি ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেল এবার ভাইরাল হওয়া ছবি ও ভিডিও তে ধরা পড়লেন উলঙ্গ অবস্থায়। এছাড়াও ভিডিওতে দেখা যাই যৌন উত্তেজনা মূলক ভিডিও দেখে তার শারীরিক ভঙ্গি। ২০২০ সালে চট্টগ্রামে মেয়ে নিয়ে হোটেল গিয়ে ব্যাপক আলোচনায় আসে রুবেল। এ বছরেই মাত্র কয়েকমাস আগেই ছাত্রলীগ কর্মী দিয়ে নিজের পা টিপিয়ে আবারো সমালোচনায় আসে রুবেল। এছাড়াও বিভিন্ন সময়ে সাধারণ ছাত্র হেনস্থা হয়রানি থেকে শুরু করে ছাত্রলীগের নাম ভাঙিয়ে ক্ষমতার অপব্যবহারের উদাহরণ রেখে যাচ্ছে রেজাউল হক রুবেল।

সমাবেশে বক্তব্য রাখেন চবি ছাত্রলীগের সহ-সভাপতি দূর্জয়, সহ-সভাপতি মঈনুল, সহ-সভাপতি শাহরিয়ার, সাংগঠনিক সম্পাদক আশফি, অর্থ-সম্পাদক মাহফুজ, নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক পিনন।

WhatsApp Image 2023 05 10 at 5.34.20 PM

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, জামাত-শিবিরের বিরুদ্ধে লড়াই করা অসংখ্য নেতা-কর্মীর রক্তে রঞ্জিত চবির রাজপথকে এভাবে কলুষিত করার অধিকার কাওকে দেওয়া হয় নাই। কেন্দ্রীয় ছাত্রলীগের অভিভাবকদ্বয়ের নিকট আবেদন চবি ছাত্রলীগের ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করুন এবং নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব দিন। ব্যাক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।

Related Posts

আইনজীবী আলিফ হত্যা: দুই আসামি রিমান্ডে

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার মামলায় প্রধান আসামি চন্দন দাস এবং অপর আসামি রিপন দাসের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে চন্দন দাসকে সাত দিন এবং রিপন…

Read more

স্ত্রী হত্যা মামলায় জামিনে মুক্ত সাবেক এসপি বাবুল আক্তার

তিন বছর সাত মাস পর স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় জামিনে মুক্তি পেয়েছেন সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার। বুধবার (৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *