Romel Dey, CTG News 24 Sports
মাশরাফির সিলেট স্ট্রাইকার্সকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে বিপিএলের ৯ম আসরে চ্যাম্পিয়ন হল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
আজ মিরপুরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রানের ফাইটিং স্কোর গড়ে সিলেট স্ট্রাইকার্স ।
শুরুতে ওপেনার তৌহিদ হৃদয় (০) রানে ও অধিনায়ক মাশরাফি ১ রানে ফিরে গেলে চাপে পড়ে সিলেট। পরবর্তীতে শান্ত ও মুশফিক নিলে ৭৯ রানের জুটি গড়ে। শান্ত ৪৫ বলে ৬৪(১টি ছয় ও ৯টি চার) রান আউট হলেও , মুশফিক এক প্রান্তে আগলে রেখে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান, তিনি ৪৮ বলে ৭৪(৫টি চার ও ৩টি ছয় রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। দলের বাকি ব্যাটাররা ব্যর্থ না হলে হয়ত দলীয় সংগ্রহ আরও বড় হতে পারত সিলেট স্ট্রাইকার্সের।কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষে মুস্তাফিজ ৩১ রানে ২ উইকেট শিকার করেন।এছাড়া রাসেল,তানভীর, নারায়ন ও মঈন ১টি করে উইকেট লাভ করেন।
১৭৬ রান তাড়া করতে নেমে শুরুতে দ্রুতও রান তোলার চেষ্টা করে কুমিল্লা। কিন্তু অল্প সময়ের ব্যবধানে নারায়ণ ও ইম্রুলকে হারিয়ে কিছুটা বিপাকে পড়ে যায় তারা । ৩য় উইকেটে ৭০ রানের জুটি গড়ে বিপদ কাটিয়ে তুলেন লিটন ও চার্লস।লিটন ৩৯ বলে ৫৫রান(১টি ছয় ও ৭টি চার))করে ফিরে যান। তারপর ক্রিজে আসেন মঈন। এই দুইজনের ভয়ংকর ব্যাটিংয়ের সুবাদে ৪ বল ও ৭ উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
চার্লস ঝড়ো ৫২ বলে ৭৯রান (৫টি ছয় ও ৭টি চার) রান করে ও মঈন ১৭ বলে ২৫রান (১টি ছয় ও ২টি চার)) করে অপরাজিত থাকেন।সিলেটের পক্ষে রুবেল ৩৯ রানে ২টি উইকেট নেন। এছাড়া লিন্ডে নেন ১টি উইকেট।
বিধ্বংসী ব্যাটিং করে প্লেয়ার অফ দ্য ফাইনাল হয়েছেন চার্লস। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন সিলেট স্ট্রাইকার্সের নাজমুল হোসেন শান্ত।এই আসরে করেছেন রেকর্ড ৫১৬ রান।
উল্লেখ্য, ইমরুল কায়েস কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক হিসেবে ৩য় বারের মত এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স দল হিসেবে ৪বার বিপিএলের শিরোপা ঘরে তুলল।
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার মামলায় প্রধান আসামি চন্দন দাস এবং অপর…
শান্তি–সম্প্রীতির প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ রাজনীতিকদের পর ধর্মীয় নেতারাও দেশে শান্তি, সম্প্রীতি এবং স্বাধীন অস্তিত্ব ও…
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভয়মুক্ত এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার কথা বলেছেন,…
তিন বছর সাত মাস পর স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় জামিনে মুক্তি পেয়েছেন সাবেক…
২৯ আওয়ামী লীগ নেতা-কর্মীর বিরুদ্ধে ব্যবসায়ীর মামলা চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন না…
এক আসনের বিপরীতে ৬২টি আবেদন চট্টগ্রামে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে এ বছর সবচেয়ে বেশি আবেদন…