ছাত্রলীগকর্মী ইভান হত্যায় আরেক আসামি গ্রেফতার

CTG News 24 (CN24) Desk

চট্টগ্রামে ছাত্রলীগকর্মী আসকার বিন তারেক ওরফে ইভান হত্যা মামলার আরেক আসামি নিলয় দত্তকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এ হত্যা মামলায় এখন পর্যন্ত নয়জনকে গ্রেফতার হয়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে নগরের কোতোয়ালি থানার হেমসেন লেইন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নিলয় চট্টগ্রামের রাউজান থানার নোয়াপাড়া গ্রামের দত্ত বাড়ির বিশ্বনাথ দত্তের ছেলে। সে পরিবারের সঙ্গে হেমসেন লেনের ভাড়া বাসায় বসবাস করে আসছিল।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতার নিলয়কে বৃহস্পতিবার বিকেলে আদালতে হাজির করা হয়েছে। আদালতে ইভান হত্যাকাণ্ডে জড়িত বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সে। জবানবন্দি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ওসি জাহেদুল কবীর জানান, ইভান হত্যাকাণ্ডে জড়িতদের মধ্যে আগে আটজনকে গ্রেফতার করা হয়। নিলয় এতদিন পালিয়ে ছিল। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সাহায্যে তাকে গ্রেফতার করা হয়েছে। এ মামলায় এক নম্বর আসামিসহ এ পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে গত বছরের ২২ এপ্রিল রাত ৯টার দিকে কোতোয়ালি থানার চেরাগি পাহাড়ের আজাদী গলিতে ইভানকে ছুরিকাঘাতে খুন করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরের দিন ইভানের বাবা মোহাম্মদ তারেক বাদী হয়ে সাতজনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। এ মামলায় এরই মধ্যে শোভন দেব, সৌরভ দাশ, প্রিয়ম বিশ্বাস, সজীব নাথ, সৌভিক পাল, মো. শাখাওয়াত হোসেন, শ্রাবণ দে ও সবশেষ শচীন দাশ গ্রেফতার হন।

ctgnews24bd

Recent Posts

আইনজীবী আলিফ হত্যা: দুই আসামি রিমান্ডে

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার মামলায় প্রধান আসামি চন্দন দাস এবং অপর…

2 weeks ago

ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ

শান্তি–সম্প্রীতির প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ রাজনীতিকদের পর ধর্মীয় নেতারাও দেশে শান্তি, সম্প্রীতি এবং স্বাধীন অস্তিত্ব ও…

2 weeks ago

ভয়মুক্ত নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভয়মুক্ত এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার কথা বলেছেন,…

2 weeks ago

স্ত্রী হত্যা মামলায় জামিনে মুক্ত সাবেক এসপি বাবুল আক্তার

তিন বছর সাত মাস পর স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় জামিনে মুক্তি পেয়েছেন সাবেক…

3 weeks ago

চট্টগ্রাম আদালতে সংঘর্ষ, হত্যা

২৯ আওয়ামী লীগ নেতা-কর্মীর বিরুদ্ধে ব্যবসায়ীর মামলা চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন না…

3 weeks ago

চট্টগ্রামে ১০ সরকারি স্কুল

এক আসনের বিপরীতে ৬২টি আবেদন চট্টগ্রামে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে এ বছর সবচেয়ে বেশি আবেদন…

3 weeks ago