ছাত্রী হলে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে চারজন আহত: ঢাকা বিশ্ববিদ্যালয়

গতকাল শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় অংশগ্রহণকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হল ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ঘটেছে সংঘর্ষের ঘটনা। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় আহতরা ঢাবির শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টার থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

তথ্যমতে, ঢাবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হলের সভাপতি কোহিনূর আক্তার রাখি ও সাধারণ সম্পাদক সানজিনা ইয়াসমিনের পাশাপাশি কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী তানিয়া আক্তার তাপসীর একটি গ্রুপ রয়েছে। তিনি ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি তানভীর হাসান সৈকতের অনুসারী। প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য তাপসী তার গ্রুপের জন্য আলাদা শাড়ি দাবি করলে হলের সভাপতি ও সাধারণ সম্পাদক শাড়ি দিতে অস্বীকৃতি জানান। পরে তাপসী বিষয়টি সৈকতকে জানালে তিনি সাধারণ পোশাকে শোভাযাত্রায় অংশ নিতে বলেন। পরে তাপসী ও তার অনুসারীরা আলাদাভাবে শোভাযাত্রায় অংশ নেন।

এদিকে, হলের সঙ্গে শোভাযাত্রায় যুক্ত না হওয়ার কারণে তাপসীকে হল থেকে বের করে দেওয়ার হুমকি দেয় হলের সভাপতি ও সাধারণ সম্পাদক। পরে এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। মধ্যরাত পর্যন্ত কয়েক দফায় চলে দুই পক্ষের মারধর।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, আমরা উভয় পক্ষের সঙ্গে কথা বলেছি। এখন সব ঠিক আছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। দুই পক্ষের সঙ্গেই কথা বলেছি। এখন পরিস্থিতি শান্ত।’

Related Posts

ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ

শান্তি–সম্প্রীতির প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ রাজনীতিকদের পর ধর্মীয় নেতারাও দেশে শান্তি, সম্প্রীতি এবং স্বাধীন অস্তিত্ব ও মর্যাদার প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন। এ প্রশ্নে তাঁরা দেশবিরোধী সব ষড়যন্ত্র মোকাবিলায় অন্তর্বর্তী সরকারের…

Read more

ভয়মুক্ত নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভয়মুক্ত এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার কথা বলেছেন, যেখানে জনগণ সাম্প্রদায়িক সম্প্রীতির সঙ্গে বসবাস করবে। গতকাল বৃহস্পতিবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় নেতাদের…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *