গতকাল শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় অংশগ্রহণকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হল ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ঘটেছে সংঘর্ষের ঘটনা। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় আহতরা ঢাবির শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টার থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
তথ্যমতে, ঢাবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হলের সভাপতি কোহিনূর আক্তার রাখি ও সাধারণ সম্পাদক সানজিনা ইয়াসমিনের পাশাপাশি কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী তানিয়া আক্তার তাপসীর একটি গ্রুপ রয়েছে। তিনি ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি তানভীর হাসান সৈকতের অনুসারী। প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য তাপসী তার গ্রুপের জন্য আলাদা শাড়ি দাবি করলে হলের সভাপতি ও সাধারণ সম্পাদক শাড়ি দিতে অস্বীকৃতি জানান। পরে তাপসী বিষয়টি সৈকতকে জানালে তিনি সাধারণ পোশাকে শোভাযাত্রায় অংশ নিতে বলেন। পরে তাপসী ও তার অনুসারীরা আলাদাভাবে শোভাযাত্রায় অংশ নেন।
এদিকে, হলের সঙ্গে শোভাযাত্রায় যুক্ত না হওয়ার কারণে তাপসীকে হল থেকে বের করে দেওয়ার হুমকি দেয় হলের সভাপতি ও সাধারণ সম্পাদক। পরে এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। মধ্যরাত পর্যন্ত কয়েক দফায় চলে দুই পক্ষের মারধর।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, আমরা উভয় পক্ষের সঙ্গে কথা বলেছি। এখন সব ঠিক আছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। দুই পক্ষের সঙ্গেই কথা বলেছি। এখন পরিস্থিতি শান্ত।’
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার মামলায় প্রধান আসামি চন্দন দাস এবং অপর…
শান্তি–সম্প্রীতির প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ রাজনীতিকদের পর ধর্মীয় নেতারাও দেশে শান্তি, সম্প্রীতি এবং স্বাধীন অস্তিত্ব ও…
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভয়মুক্ত এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার কথা বলেছেন,…
তিন বছর সাত মাস পর স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় জামিনে মুক্তি পেয়েছেন সাবেক…
২৯ আওয়ামী লীগ নেতা-কর্মীর বিরুদ্ধে ব্যবসায়ীর মামলা চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন না…
এক আসনের বিপরীতে ৬২টি আবেদন চট্টগ্রামে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে এ বছর সবচেয়ে বেশি আবেদন…