গত ২০/১২/২০২২, আকবরশাহ থানাধীন বায়েজিদ লিংক রোডস্থ ৫নং ব্রীজের দক্ষিণ পাশ পাহাড়ের পাদদেশে ঘুরতে গিয়েছিলো একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ০৩ সদস্য, ঐ সময় ৫ জন ছিনতাইকারী তাদের গলায় ধারালো দেশীয় অস্ত্র ধরে ছিনিয়ে নেয় ০১টি DSLR Camera, ০৪টি মোবাইল ফোন ও হাতঘড়ি ।
ভিকটিমদের মৌখিক অভিযোগের প্রেক্ষিতে ২২/১২/২০২২ আকবরশাহ্ থানার একটি বিশেষ টিম টানা ০৯ ঘন্টা অভিযান পরিচালনা করে ।
অভিযানে উদ্ধার করা হয় ১টি Canon 750D মডেলের DSLR Camera, ১টি কালো রংয়ের Xaomi Mi9 Lite, ১টি OPPO A1603, ১টি Redmi 5A সহ মোট ০৩টি মোবাইলসেট ও ১টি হাতঘড়ি । অভিযানে গ্রেপ্তার করা হয় ঘটনায় জড়িত ৪ জনকে। এছাড়াও উদ্ধার করা হয় ঘটনায় ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র।