CTG News 24 (CN24) Desk||
ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজা হয় আসামি সুপন চন্দ্র দেবনাথের। কিন্তু ওই ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর পুলিশকে স্বীকারোক্তিতে বদলে ফেলেন নাম ও ধর্ম। সেখানে তিনি নিজেকে মো. সবুজ হিসেবে পরিচয় দেন। ঠিকানাও দেন ভুয়া। কিন্তু শেষ পর্যন্ত তাকে কুমিল্লা থেকে ধরে আনল পুলিশ।
বুধবার (২৫ জানুয়ারি) তাকে কুমিল্লার কোতোয়ালী মডেল থানার ছাতিপট্টি এলাকার জুয়েলারি মার্কেটের একটি স্বর্ণের দোকান থেকে গ্রেপ্তার করে পুলিশ।
সুপন কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার হেসাখাল কবিরাজ বাড়ির রাধাকৃষ্ণ দেবনাথের ছেলে। তিনি কুমিল্লার একেটি স্বর্ণের দোকানে কাজ করতেন।
তবে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ চাকমা।
থানা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২৯ জুন সুপনের বিরুদ্ধে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়। ওই মামলায় গ্রেপ্তারের পর জামিন নেন সুপন। এরপর থেকে তিনি আত্মগোপনে চলে যান। পরে কুমিল্লা গিয়ে সেখানে এক স্বর্ণের দোকানে চাকরি নেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুপন। মামলার স্বীকারোক্তিতে নাম বদলে মো. সবুজ হিসেবে পরিচয় দেন। এছাড়া তার ঠিকানাও দেন ভুয়া। খুলশী ও ফেনীর দাগনভূঁইয়ায় ঠিকানা দিলেও সেখানে অভিযান চালিয়ে তাকে পাওয়া যায়নি।
পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে পুলিশ জানতে পারে সুপন কুমিল্লার একটি স্বর্ণের দোকানে চাকরি নিয়েছে। পরে অভিযান চালিয়ে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ চাকমা বলেন, ‘গ্রেপ্তার আসামি নাম বদলে সবুজ পরিচয়ে কুমিল্লায় চাকরি নেয়। একাধিকবার তার গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে পাইনি। অবশেষে তাকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।’
Copied: ctgpratidin
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার মামলায় প্রধান আসামি চন্দন দাস এবং অপর…
শান্তি–সম্প্রীতির প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ রাজনীতিকদের পর ধর্মীয় নেতারাও দেশে শান্তি, সম্প্রীতি এবং স্বাধীন অস্তিত্ব ও…
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভয়মুক্ত এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার কথা বলেছেন,…
তিন বছর সাত মাস পর স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় জামিনে মুক্তি পেয়েছেন সাবেক…
২৯ আওয়ামী লীগ নেতা-কর্মীর বিরুদ্ধে ব্যবসায়ীর মামলা চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন না…
এক আসনের বিপরীতে ৬২টি আবেদন চট্টগ্রামে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে এ বছর সবচেয়ে বেশি আবেদন…