পুলিশ প্রধান চৌধুরী আল-মামুনের মেয়াদ বাড়ল দেড় বছর। যোগদানের তারিখ থেকে পরবর্তী দেড় বছর তিনি পুলিশের মহাপরিদর্শকের দায়িত্বে থাকবেন।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তার মেয়াদ বাড়ানোর আদেশ দেওয়া হয়।
এর ফলে আগামী সংসদ নির্বাচনের সময় পুলিশ প্রধানের দায়িত্ব পালন করবেন গত ৩০ সেপ্টেম্বর আইজিপির দায়িত্বে আসা এ পুলিশ কর্মকর্তা।
বেনজীর আহমেদ অবসরে যাওয়ার পর পুলিশের মহাপরিদর্শক হিসেবে তখনকার র্যাবের প্রধান চৌধুরী আল মামুনকে নিয়োগ দিয়েছিল সরকার।
সাম্প্রতিক, প্রজ্ঞাপনে বলা হয়, ১২ জানুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দেড় বছর তিনি পুলিশ বাহিনীর প্রধানের দায়িত্বে থাকবেন।
চৌধুরী আল মামুন ৩০ সেপ্টেম্বর নতুন দায়িত্ব বুঝে নেন। চাকরির বয়সমীমা পূর্ণ হওয়ায় তার ১১ জানুয়ারি অবসরে যাওয়ার কথা।
সোমবারের প্রজ্ঞাপনে তার অবসোত্তর ছুটি এবং অন্যান্য সুবিধা স্থগিত করে চুক্তিভিত্তিক নিয়োগের আদেশ দেয় সরকার।
বেনজীরের মতই পুলিশের বিশেষায়িত ইউনিট র্যাব থেকে আইজিপির দায়িত্বে আসেন আল-মামুন। বেনজীর আইজিপি হওয়ার পর ২০২০ সালে র্যাব মহাপরিচালকের দায়িত্ব পান তিনি। এর আগে তিনি সিআইডি প্রধানের পদে ছিলেন।
CTG NEWS 24