Categories: খেলা

ফিফার নিষেধাজ্ঞায় এবার শ্রীলংকা

CTG NEWS 24 Sports||

আন্তর্জাতিক ফুটবল থেকে শ্রীলঙ্কা ফুটবল ফেডারেশনকে (এফএফএসএল) নিষিদ্ধ করেছে ফিফা। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত শ্রীলঙ্কার জাতীয় দল ও কোনো ক্লাব আন্তর্জাতিক পর্যায়ে অংশ নিতে পারবে না। নিষেধাজ্ঞা বহাল থাকতে ফিফা থেকে আর্থিক বা উন্নয়ন কর্মসূচির সহায়তাও পাবে না এফএফএসএল। ফিফার ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার কথা উল্লেখ করা হয়েছে।

সদস্য দেশগুলোকে উদ্দেশ করে লেখা চিঠিতে বলা হয়, ফিফা গঠনতন্ত্রের ১৬ ধারা অনুসারে ২১ জানুয়ারি এফএফএসএলকে নিষিদ্ধ করেছে ফিফার ব্যুরো অব কাউন্সিল। তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়া নিষেধাজ্ঞা পরবর্তী ঘোষণা পর্যন্ত কার্যকর থাকবে।

এএফপির খবরে বলা হয়, এফএফএসএলে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে এমন নিষেধাজ্ঞা এসেছে বলে জানিয়েছে শ্রীলঙ্কার গণমাধ্যম। দেশটির ফুটবল ফেডারেশনে বাইরের হস্তক্ষেপের বিষয়ে গত মাসেই ‘রেড নোটিশ’ দিয়েছিল ফিফা। গত ১৪ জানুয়ারি এফএফএসএলের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ সভাপতি জশওয়ার উমার লেবে অভিযোগ করেন, নির্বাচনের দিন সকালে তাঁকে অন্যায়ভাবে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়। এ বিষয়ে কোর্ট অব আপিলে (সিএ) পিটিশন দায়ের করলে আগামী ১৯ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে।

ফিফার জেনারেল সেক্রেটারি ফাতমা সামৌরার সই করা চিঠিতে বলা হয়, ‘নিষিদ্ধ থাকা অবস্থায় গঠনতন্ত্রের ১৩ ধারা অনুসারে প্রযোজ্য সদস্যের সুযোগ-সুবিধা পাবে না এফএফএসএল। এর কোনো সদস্য বা কর্মকর্তা ফিফা ও এএফসির উন্নয়ন কার্যক্রম, কোর্স বা ট্রেনিংয়ের সুবিধাও পাবে না।’

বর্তমানে ফিফা র‍্যাঙ্কিংয়ের ২০৭তম অবস্থানে আছে শ্রীলঙ্কা।

এর আগে গত বছর ভারতকে নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফা, যদিও কিছুদিন পরই সেটি উঠিয়ে নেওয়া হয়। তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তান ২০১৭ থেকে ২০২১ পর্যন্ত নিষিদ্ধ ছিল। বাংলাদেশের ওপরও একই কারণে নিষেধাজ্ঞা এসেছিল ২০০২ সালে।

CTG NEWS 24 Sports||

ctgnews24bd

Recent Posts

আইনজীবী আলিফ হত্যা: দুই আসামি রিমান্ডে

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার মামলায় প্রধান আসামি চন্দন দাস এবং অপর…

2 weeks ago

ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ

শান্তি–সম্প্রীতির প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ রাজনীতিকদের পর ধর্মীয় নেতারাও দেশে শান্তি, সম্প্রীতি এবং স্বাধীন অস্তিত্ব ও…

3 weeks ago

ভয়মুক্ত নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভয়মুক্ত এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার কথা বলেছেন,…

3 weeks ago

স্ত্রী হত্যা মামলায় জামিনে মুক্ত সাবেক এসপি বাবুল আক্তার

তিন বছর সাত মাস পর স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় জামিনে মুক্তি পেয়েছেন সাবেক…

3 weeks ago

চট্টগ্রাম আদালতে সংঘর্ষ, হত্যা

২৯ আওয়ামী লীগ নেতা-কর্মীর বিরুদ্ধে ব্যবসায়ীর মামলা চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন না…

3 weeks ago

চট্টগ্রামে ১০ সরকারি স্কুল

এক আসনের বিপরীতে ৬২টি আবেদন চট্টগ্রামে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে এ বছর সবচেয়ে বেশি আবেদন…

3 weeks ago