বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল!

এ. এ. মারুফ, Staff Correspondent

আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। সফরে তিনটি ওয়ানডে ও সমসংখ্যক টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেবে দুদল।

161003125150 england bangladesh 2

সবশেষ ২০১৬ সালে বাংলাদেশে এসেছিল ইংল্যান্ড। মাঝে ২০২১ সালে বাংলাদেশে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল ইংল্যান্ডের। 

কিন্তু ব্যস্ত সূচির কারণে দুই বোর্ডের সমঝোতায় সফরটি প্রায় ১৮ মাস পিছিয়ে দেয়া হয়। তখনই বলা হয়েছিল ২০২৩ সালের মার্চের প্রথম সপ্তাহে বাংলাদেশে আসবে ইংল্যান্ড। অবশেষে ছয় বছর পর আবারও বেন স্টোকস-জস বাটলাররা ঢাকায় পা রাখছে। 

প্রায় দুই সপ্তাহের এ ট্যুরে মিরপুর শের-ই-বাংলা ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। 

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) এক বিবৃতিতে ট্যুরের বিষয়টি নিশ্চিত করেছেন ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী ক্লেয়ার কনর। এক বার্তায় তিনি বলেন, ২০১৬ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশ সফরে যাচ্ছে ইংল্যান্ড।

কনর বলেন, বাংলাদেশে ক্রিকেটের প্রতি দারুণ আবেগ রয়েছে। নিঃসন্দেহে আমরা ঘরের মাঠে দুর্দান্ত রেকর্ড আছে এমন একটি দলের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ আশা করছি।

তিন ম্যাচের ওডিআই সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের দ্বৈরথ। ১ মার্চ ও ৩ মার্চ প্রথম দুটি ওয়ানডে মাঠে গড়াবে মিরপুরে। সিরিজের শেষ একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৬ মার্চ চট্টগ্রামে।

এছাড়া তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি আগামী ৯ মার্চ চট্টগ্রামে হবে। তারপর দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি মাঠে গড়াবে ঢাকায়। 

Related Posts

ওয়ানডে র‍্যাঙ্কিং থেকে যে কারণে সাকিবের নাম সরালো আইসিসি

সম্প্রতি ওয়ানডে র‌্যাঙ্কিং প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কিন্তু সেখানে কাকতালীয়ভাবে দেখা মেলেনি দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম। তাই এ নিয়ে বেশ শোরগোল শুরু হয়েছে। যেহেতু তিনি ওয়ানডে…

Read more

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কাকে হারাতে হবে: মাশরাফি

CTG News 24 (CN24)  Sports Desk বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বিশ্বাস করেন যে জাতীয় ক্রিকেট দল পরের রাউন্ডে যাওয়ার জন্য তাদের গ্রুপ ডি ম্যাচে দুটি বড় দল-দক্ষিণ আফ্রিকা…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *