যাত্রা শুরু হলো নতুন রাজনৈতিক দল বাংলাদেশ গণঅধিকার পরিষদের। দলের আহ্বায়ক গণফোরামের সাবেক নেতা ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর।
বাংলাদেশ গণঅধিকার পরিষদের স্লোগান- জনতার অধিকার, আমাদের অঙ্গীকার। দলের ৪টি মূলনীতির ছাড়াও ২১টি রাজনৈতিক কর্মসূচী পাঠ করা হয় সংবাদ সম্মেলনে। রাজধানীতে মঙ্গলবার দুপুরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন দলের নাম ঘোষণা করেন নুরুল হক নুর।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের আহবায়ক রেজা কিবরিয়া বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিবে নতুন এ দল। বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার কোন সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, নিরপেক্ষ তত্ত্বধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। গণ অধিকার পরিষদ নির্বাচনে কারও সঙ্গে জোটবদ্ধ হবে কি না, জানতে চাইলে বলেন, ‘জোটবদ্ধ নিশ্চয়ই হব। তবে কার সঙ্গে জোট হবে, সেটা তখনকার পরিস্থিতির আলোকে আমরা সিদ্ধান্ত নেব।
এক প্রশ্নের জবাবে নুরুল হক বলেন, বাংলাদেশে বড় দুটি দলের রাজনীতি পরিবারকেন্দ্রিক। কারও বাবার পরে মেয়ে, কারও স্বামীর পরে স্ত্রী। আমাদের দল কখনো রেজা কিবরিয়া ও নুরুলের দল হবে না। এখানে গণতান্ত্রিক উপায়ে পরবর্তী নেতৃত্ব ঠিক হবে। আমরা গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদানের কথা বলছি।