বিপিএল এ বাজে আম্পায়ারিং, মেজাজ হারালেন সাকিব
আজ (০৭/০১/২৩) বিপিএল এ ফরচুন বরিশাল বনাম সিলেট সানরাইজার্স ম্যাচ এ বাজে আম্পায়ারিং ধরা পরে। এতে ফের মেজাজ হারিয়ে আম্পায়ারের দিকে তেড়ে যান ফরচুন বরিশালের হয়ে ব্যাটিং করা সাকিব আল হাসান।
ম্যাচের ১৬তম ওভারে স্ট্রাইকে ব্যাট করছিলেন সাকিব আল হাসান। ওভারের ৪র্থ বল লেগ স্টাম্পের খানিকটা বাইরে সাকিব এর কাঁধের অনেকটা উপর দিয়ে যাওয়ায় আম্পায়ার সেটিকে ফার্স্ট বাউন্স হিসেবে সংকেত দেয়।
পরক্ষনেই ওয়াইড না দেয়াই ক্ষোভ প্রকাশ করে লেগ আম্পায়ারের দিকে সজোরে চিৎকার দিয়ে তেড়ে যাই সাকিব আল হাসান। এছাড়াও আম্পায়ারের সাথে মেজাজি হয়েও কথা বলতে দেখা যাই এই অলরাউন্ডারকে।
কমেন্টটর্স থেকে বলা হয়, বাজে আম্পায়ারিং হলেও একজন বিশ্বসেরা অলরাউন্ডারের কাছে এই ধরণের আচরণ কাম্য নই।
উল্লেখ্য, একইদিনে এর আগের ম্যাচেও ডিআরএস না থাকার কারণে ভুল আম্পায়ারিং এর উদাহরণ দেখা যাই।