Romel Dey, CTG News 24 (CN24)
সিলেটে অনুষ্ঠিত বিপিএলের আজকের ১ম খেলায় রংপুর রাইডার্স ৫ উইকেটের ব্যবধানে জিতেছে । পরের ম্যাচে সিলেট স্ট্রাইকার্স পেয়েছে ৩১ রানের জয়।
শুরুতে রংপুর রাইডার্স টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে মাত্র ২৮ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পরে ঢাকা ডমিনেটরস। সেখান থেকে দলকে একপ্রকার একাই দলের হাল ধরেন উসমান গনি। তিনি সর্বোচ্চ ৫৫বলে ৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৭৩ রান করে অপরাজিত থাকেন , এছাড়া অধিনায়ক নাসির ২২ বলে ২৯ (১টি ছয় ও ৩টি চার) রান করেন। মূলত গনির রানের উপর ভর করে ১৪৪ রানের পুঁজি পায় ঢাকা ডমিনেটরস।
হারিস রউই(৪ ওভারে ৪৯ রান) ছাড়া, রংপুর রাইডার্সের বোলাররা খুবই নিয়ন্ত্রিত বোলিং করে। দলের পক্ষে ওমরজাই ২৭রান দিয়ে ২টি এবং রকিবুল ও মাহেদী যথাক্রমে ২১ ও ১৩ রান দিয়ে ১টি করে উইকেট লাভ করেন। ১৪৫ রাকে তাড়া করতে গিয়ে শুরুতে হোঁচট খাই রংপুর রাইডার্স। দলীয় ৫ রানের সময় ০ রান করে আউট হন মোহাম্মদ নাইম। কিন্তু পরে রনি তালুকদার ও মাহেদী হাসানের দ্রুত ৬৩ রানের জুটিতে ম্যাচে ফিরে তারা। রনি ২৮ বলে ২৯ (৫টি চার) ফিরে যান , তার আউট হওয়ার পর শোয়েব মালিক ও নুরুল হাসানও বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি।
অন্য প্রান্তে মাহেদী একাই দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান। তার অনবদ্য ৪৩ বলে ৭২ রান ইনিংসটি সাজানো ছিল ৬টি চার ও ৫টি ছয় দিয়ে। শেষদিকে নওয়াজ(১৭ রান) ও ওমরজাই (১২রান) করে , ১ ওভার হাতে থাকতে দলের জয় নিশ্চিত করে।ডমিনেটরসের হয়ে ইরশাদ ২টি এবং হামজা, আল-আমিন ও সৌম্য ১টি করে উইকেট নেন। চমৎকার অলরাউন্ডিং পারফরমেন্সের জন্য মাহেদী জিতেন প্লেয়ার অফ দ্য ম্যাচ ।
এদিকে খুলনা টাইগার্স বনাম সিলেট স্ট্রাইকার্স মধ্যেকার রাতের ম্যাচে, টসে হেরে সিলেট স্ট্রাইকার্স দুর্দান্ত ব্যাটিং করে ১৯৫ রানের বিশাল লক্ষ্য দেয় খুলনা টাইগার্সকে। জবাব দিতে নেমে রুবেলের বোলিং নৈপুন্যে ১৬১ রান করতে সমর্থ হয় খুলনা।
শুরু নেমে ২০ রানের মধ্যে দুই ওপেনার তামিম ইকবাল ও অ্যান্ড্রু বলবির্নি কে হারায় তারা । পরবর্তীতে শাই হোপ(২২ বলে ৩৩রান) জয় (২১ বলে ২০রান), আজম খান (১৭ বলে ৩৩রান) করলেও হার মানতে হয় ৩০ রানে। সিলেটের রুবেল ৩৭ রানে ৪টি , এছাড়া আমির ও রেজাউর ২টি করে উইকেট নেন।
প্রথমে ব্যাটিং করতে নেমে সিলেট স্ট্রাইকার্সের তৌহিদ হৃদয় দারুণভাবে জ্বলে ওঠেন , খেলেন ৪৯ বলে ৭৪ (৯টি চার) রানের ঝড়ো ইনিংস। তার আর জাকিরের ২য় উইকেটে ১১৪ রানের জুটিতে ভর করে বিশাল সংগ্রহ পায় সিলেট। জাকির ৩৮ বলে ৫৩(৪টি ছয় ও ২টি চার) রান করে আউট হন।এরপর বার্লের ১১ বলে ২১ ও পেরেরার ৭ বলে ১৭ রান স্ট্রাইকার্স থামে ১৯৪ তে। খুলনা টাইগার্সের মার্ক ডেয়াল ২টি এবং নাহিদুল ও নাহিদ যথাক্রমে ১টি করে উইকেট লাভ করেন।
এই ম্যাচের সেরা প্লেয়ার তৌহিদ হৃদয়। এই জয়ে টেবিল টপারের জায়গাটা আরও শক্ত হল সিলেট স্ট্রাইকার্সের।
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার মামলায় প্রধান আসামি চন্দন দাস এবং অপর…
শান্তি–সম্প্রীতির প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ রাজনীতিকদের পর ধর্মীয় নেতারাও দেশে শান্তি, সম্প্রীতি এবং স্বাধীন অস্তিত্ব ও…
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভয়মুক্ত এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার কথা বলেছেন,…
তিন বছর সাত মাস পর স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় জামিনে মুক্তি পেয়েছেন সাবেক…
২৯ আওয়ামী লীগ নেতা-কর্মীর বিরুদ্ধে ব্যবসায়ীর মামলা চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন না…
এক আসনের বিপরীতে ৬২টি আবেদন চট্টগ্রামে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে এ বছর সবচেয়ে বেশি আবেদন…