Abdullah Al Maruf, Staff Correspndent
বুধবার (ডিসেম্বর ২৮) চালু হচ্ছে দেশের প্রথম মেট্রোরেল । বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
মেট্রোরেলে ভ্রমণ করতে শিশুদের ভাড়া লাগবে না। শর্ত উচ্চতা হতে হবে ৩ ফুটের কম।
আগারগাঁও মেট্রোরেল স্টেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক বলেন, সর্বোচ্চ তিন ফুট উচু বাচ্চারা অভিবাবকের সঙ্গে থাকলে ভাড়া লাগবে না। তবে অভিভাবক সঙ্গে না থাকলে ভাড়া দিতে হবে। আপাতত মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন (দিয়াবাড়ি) থেকে সরাসরি ট্রেন আসবে আগারগাঁও স্টেশনে। আগামী ২৬ মার্চ থেকে মাঝের সব স্টেশনে যাত্রা ওঠানামা শুরু হবে।
উল্লেখ্য, রাজধানীবাসীর স্বপ্নের মেট্রো রেল এর কাজ শুরু হয় ২০১৬ সালে, কার্যত যা শুরু হওয়ার কথা ছিল ২০১২ সালে। প্রকল্পের ৮১ শতাংশ কাজ (উত্তরা-মতিঝিল) শেষ হয় চলতি বছরের জুলাইয়ে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত কাজের অগ্রগতি ৯৩ দশমিক ৮৬ শতাংশ।
প্রথম দিকে মেট্রোরেল প্রকল্পের ব্যয় ছিল প্রায় ২২ হাজার কোটি টাকা। মেট্রোরেল সম্প্রসারণসহ আনুষঙ্গিক কাজে প্রকল্পের ব্যয় বৃদ্ধি পেয়ে দাঁড়াবে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। এ প্রকল্পে অর্থায়ন করছে জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা জাইকা। সর্বশেষ ব্যয় প্রস্তাব অনুযায়ী জাইকা দেবে ১৯ হাজার ৭১৮ কোটি টাকা। (সূত্র: বাংলাদেশ সময়)