মেট্রোরেল চালু করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ছাত্রলীগের বর্ণাঢ্য র‍্যালি

মেট্রোরেল চালু করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বর্ণাঢ্য র‍্যালি করেছে ছাত্রলীগ। র‍্যালি উপলক্ষে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে মধুর ক্যান্টিনে জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রলীগ নেতাকর্মীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা মহানগর, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের নেতাকর্মীরা এতে অংশ নেন। পরে মধুর ক্যান্টিনের সামনে থেকে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের নেতৃত্বে এই র‍্যালি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আনন্দ শোভা যাত্রা এসে মিলিত হয় রাজু ভাস্কর্য চত্বরে।

এ সময় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন মেট্রোরেল সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

তিনি বলেন, কাল বিএনপি-জামাত গণমিছিল করবে। এই গণমিছিল থেকে যেকোনো অপপ্রয়াসকে প্রতিহত করতে নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দেন তিনি। কোনো ধরনের অপচেষ্টা চালানো হলে তাদের বিষদাঁত ভেঙে দেয়ার হুঁশিয়ারিও দেন ছাত্রলীগ সভাপতি।

Related Posts

ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ

শান্তি–সম্প্রীতির প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ রাজনীতিকদের পর ধর্মীয় নেতারাও দেশে শান্তি, সম্প্রীতি এবং স্বাধীন অস্তিত্ব ও মর্যাদার প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন। এ প্রশ্নে তাঁরা দেশবিরোধী সব ষড়যন্ত্র মোকাবিলায় অন্তর্বর্তী সরকারের…

Read more

ভয়মুক্ত নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভয়মুক্ত এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার কথা বলেছেন, যেখানে জনগণ সাম্প্রদায়িক সম্প্রীতির সঙ্গে বসবাস করবে। গতকাল বৃহস্পতিবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় নেতাদের…

Read more