চট্টগ্রামের উল্লেখযোগ্য সড়ক গুলুর একটি ২নং গেট সংলগ্ন শপিং কমপ্লেক্স রোড। প্রতিদিনই এই রাস্তায় চলাচল প্রায় ২০ হাজার নগরবাসীর।
১ ডিসেম্বর ২০২৩ এ সরেজমিনে গিয়ে দেখা যাই সড়কের প্রবেশ মুখের একাংশে এবং শপিং কমপ্লেক্স এর সামনে খুড়া হয়েছে গর্ত, যার দরুন যানবাহনের গতি হচ্ছিলো ধীর এবং সৃষ্টি হয়েছিল অনাকাঙ্খিত ট্রাফিক জ্যামের।
বেশ কিছু সিএনজি এবং রিকশা গর্তে আটকে যাওয়ার ঘটনাও দেখা যাই। আর এই আটকে পড়া থেকে শুরু হয় যাত্রী দুর্ভোগ। এছাড়াও তৈরী হয়েছে দুর্ঘটনার সুযোগও।
এ সম্পর্কে স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ মোর্শেদ আলম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান “আমি এই সম্পর্কে অবগত আছি, যদিও আমাদের সাথে সমন্বয় না করেই ওয়াসা কাজ গুলু করেছে। আমি তাদের ইঞ্জিনিয়ার টিমের সাথে যোগাযোগ করেছি”।
তিনি আরো জানান, জন দুর্ভোগ এড়াতে দ্রুততম সময়ের মধ্যেই রাস্তা সংস্কার কাজ করা হবে।