প্রায় ১০০ কোটি টাকার লটারি জিতে বাজিমাত বাংলাদেশির

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এক প্রবাসী বাংলাদেশি সাড়ে তিন কোটি দিরহাম (৯৮ কোটি ১৭ লাখ টাকা) মূল্যের লটারি জিতেছেন। নববর্ষ উপলক্ষে ‘বিগ টিকিট’ নামের লটারিতে প্রথম পুরস্কার ছিল এটি। আর সেখানে তিনি জয়ী হন। ওই বাংলাদেশি প্রবাসীর নাম মোহাম্মদ রায়ফুল। খালিজ টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সেখানে বলা হয়, রায়ফুল আবুধাবির আল আইন এলাকার বাসিন্দা। সেখানকার একটি কোম্পানিতে তিনি পিকআপ চালক হিসেবে কাজ করেন। ৯ বছর ধরে লটারির টিকিট কিনে আসছেন তিনি। রায়ফুল গত বছরের ১০ ডিসেম্বর অনলাইন থেকে এই টিকিট কিনেছিলেন। এর নম্বর ০৪৩৬৭৮। ২০ বন্ধু মিলে ভাগাভাগি করে লটারি কেনার টাকা দিয়েছিলেন। এখন সব বন্ধু মিলে পুরস্কারের অর্থ ভাগাভাগি করে নেবেন।

প্রতিবেদনে আরও জানানো হয়, শুরুতে র‍্যাফেল ড্রয়ের আয়োজকেরা রায়ফুলের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। বেশ কয়েকবার ফোন করেও তাকে পাওয়া যাচ্ছিল না। তিনি তখন গাড়ি চালাচ্ছিলেন। শেষ পর্যন্ত তারা তাকে পুরস্কার জয়ের খবরটি জানাতে সক্ষম হন।

রায়ফুল বলেন, ‘আমি ১২ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে আছি। বিশ্বাসই হচ্ছিল না যে জিতে গেছি। অত্যন্ত উত্তেজনা ও আনন্দ বোধ করছি।’

খালিজ টাইমসের পক্ষ থেকে রায়ফুলের কাছে জানতে চাওয়া হয়, তিনি পুরস্কারের অর্থ দিয়ে কী করবেন। জবাবে রায়ফুল বলেন, তিনি ধারণাই করতে পারেননি পুরস্কার জিতবেন। এ কারণে এ নিয়ে কোনো পরিকল্পনা করা হয়নি।

জানা গেছে, ‘বিগ টিকিট মিলিয়নিয়ার’ নামের লটারির টিকিটের মূল্য ৫০০ দিরহাম। বিগ টিকিটের ওয়েবসাইট থেকে অনলাইনে অথবা আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর ও আল আইন বিমানবন্দরের কাউন্টার থেকে এই টিকিট সরাসরি কিনতে পাওয়া যায়।

Related Posts

আরও রক্তক্ষয়ের পথেই যাচ্ছে পাকিস্তান?

সব বাধা ভেঙে রাজধানীতে ঝড় তুলতে বদ্ধপরিকর উত্তেজিত জনতা। পথেই তাদের আটকে দেওয়ার জন্য মরিয়া আতঙ্কিত এক প্রশাসন। কয়েক দিন ধরে ইসলামাবাদ দৃশ্যত লকডাউনের মধ্যে রয়েছে। বড় বড় কনটেইনার ফেলে…

Read more

পোপ ফ্রান্সিস ও ড. ইউনূসের নামে ভ্যাটিকান সিটির থ্রি জিরো ক্লাব

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ‘থ্রি জিরো’ নিয়ে ‘পোপ ফ্রান্সিস থ্রি জিরোস ক্লাব’ নামে একটি প্ল্যাটফর্ম শুরু করেছে ভ্যাটিকান সিটি। মানবতার জন্য একটি রূপান্তরমূলক এবং অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *