সাইফুলের জানাজায় শোকার্ত জনতার সমাবেশ

আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের জানাজায় হাজারো মানুষের ঢল নেমেছে। বুধবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম আদালত চত্বরে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জানাজার আগে আইনজীবী নেতারা বক্তব্য রাখেন। তারা সাইফুলের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি করেন।

প্রথম জানাজার পর মরদেহ জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে নিয়ে যাওয়া হয়, যেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিতে সেখানে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং নাগরিক কমিটির সদস্য সারজিস আলম।

সাইফুল ইসলাম আলিফ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার বাসিন্দা। ২০১৮ সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে যুক্ত হওয়া সাইফুল পরে হাইকোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধন লাভ করেন।

Related Posts

আইনজীবী আলিফ হত্যা: দুই আসামি রিমান্ডে

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার মামলায় প্রধান আসামি চন্দন দাস এবং অপর আসামি রিপন দাসের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে চন্দন দাসকে সাত দিন এবং রিপন…

Read more

ভয়মুক্ত নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভয়মুক্ত এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার কথা বলেছেন, যেখানে জনগণ সাম্প্রদায়িক সম্প্রীতির সঙ্গে বসবাস করবে। গতকাল বৃহস্পতিবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় নেতাদের…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *