CTG News 24 (CN24) Desk
আজকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বিপিএল রংপুর রাইডার্স ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সকে । অন্য ম্যাচে ফরচুন বরিশাল, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে জিতেছে ৩ উইকেটে।
দিনের শুরুতে ব্যাট করতে নেমে সিলেট স্ট্রাইকার্স নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯২ রান সংগ্রহ করে। এইদিন রংপুর রাইডার্সের প্রত্যেকে শুরু থেকে দারুণ বোলিং করেন,যার ফলে মাত্র ১৮ রানে ৭ উইকেট হারিয়ে বসে , যেখানে ১ম সাতজনের কেউই ২ অংকের কোটা পেরতে পারেনি এবং ৩জন( হৃদয়, মুশফিক ও জাকির) আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই।পরে মাশরাফি ও তানজিম সাকিব মিলে কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না। মাশরাফি ২১ বলে ২১ রান করে হাসানের বলে ক্যাচ দিয়ে ফিরলে তাদের ৪৮ রানের জুটি ভাঙে । দলীয় ৮৫ রানের মাথায় তানজিম ফিরেন সর্বোচ্চ ৪১ রান করে যাতে ছিল ৫টি চার ও ২টি ছয়।
অন্যদিকে রংপুর রাইডার্সের বোলাররা শুরু থেকেই ছিলেন বিধ্বংসী। রংপুরের পক্ষে ওমরজাই ১৭ রানে ৩টি ও হাসান মাহমুদ ১২ রানে ৩টি, মাহেদী ১২ রানে ২টি ও হারিস রউফ ১৯ রানে ১টি উইকেট লাভ করেন । জবাবে ১৫.৪ ওভারে, ৬ উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রংপুর রাইডার্স। রনি তালুকদার সর্বোচ্চ ৩৮বলে ৪১রান (২টি ছয় ও ২টি চার) এবং নওয়াজ দ্রুত ১৩ বলে ১৮রান (২টি ছয় ও ১টি চার) করেন। রংপুর রাইডার্সের ওমরজাই ১৭ রানে ৩টি নিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ হন।যার মধ্যে ছিল টম, তৌহিদ হৃদয় ও মুশফিকের মত গুরুত্বপূর্ণ ব্যাটার।
রাতের ম্যাচে টসে জিতে ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ব্যাটিংয়ে পাঠালে তারা ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান করে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পক্ষে কার্টিস ক্যাম্পার দ্রুত সর্বোচ্চ ২৫বলে ৪৫ রান করেন (২টি ছয় ও ৪টি চার)। মূলত তার এই ইনিংসের উপর ভর করে চট্টগ্রাম এই স্কোর করতে সক্ষম হয়।
এছাড়া আফিফ হোসেন ২৩বলে ৩৭ (২টি ছয় ও ৩টি চার) এবং ম্যাক্স ওডাউড ৩৪বলে ৩৩ (১টি ছয় ও ৪টি চার) রান করেন। বরিশালের হয়ে খালেদ ২৬ রানে ও কামরুল ৩৮ রান দিয়ে ২টি করে এবং ওয়াসিম ২২ রানে ১টি উইকেট লাভ করেন।
১৬৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ফরচুন বরিশাল দারুণভাবে শুরু করে । এনামুল হক বিজয় একদিকে তুলোধুনা করতে থাকেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বোলারদের, অপরপ্রান্তে থেকে সাড়া না পেলেও একসময় মনে হচ্ছিল খুব সহজেই ম্যাচ জিতে নেবে,। কিন্তু তাতে বাঁধ সাধেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নিহাদুজ্জামান , একে একে তুলে নেন সাকিব,রিয়াদ, চতুরঙ্গ ও ইফতেখারের উইকেট, মাত্র ১৭ রান দিয়ে।
শেষ দিকে করিম জানাত ও সালমান হোসেনের ২২ বলে ৫০ রানের জুটি ৪ বল হাতে থাকতে বরিশালের জয় নিশ্চিত করে। জানাত ১২ বলে ৩১রান করে (২টি ছয় ও ৩টি চার) আউট হন এবং সালমান ১৪ বলে ১৮রান করে (১টি ছয় ও ২টি চার) অপরাজিত থাকেন।এনামুল হক বিজয় ৬টি চার ও ৬টি বিশাল ছয়ের সাহায্যে ৫০ বলে ৭৮ রান করেন পুরস্কার জিতেন প্লেয়ার অফ দ্য ম্যাচের।
CTG News 24 (CN24)
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার মামলায় প্রধান আসামি চন্দন দাস এবং অপর…
শান্তি–সম্প্রীতির প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ রাজনীতিকদের পর ধর্মীয় নেতারাও দেশে শান্তি, সম্প্রীতি এবং স্বাধীন অস্তিত্ব ও…
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভয়মুক্ত এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার কথা বলেছেন,…
তিন বছর সাত মাস পর স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় জামিনে মুক্তি পেয়েছেন সাবেক…
২৯ আওয়ামী লীগ নেতা-কর্মীর বিরুদ্ধে ব্যবসায়ীর মামলা চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন না…
এক আসনের বিপরীতে ৬২টি আবেদন চট্টগ্রামে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে এ বছর সবচেয়ে বেশি আবেদন…