সিলেট স্ট্রাইকার্সের কাছে পরাস্ত ঢাকা ডমিনেটরস, কুমিল্লা ভিক্টোরিয়ানসের প্রথম জয়

CTG NEWS 24 (CN24), Romel Dey||

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত আজকের বিপিএল ২০২৩ এ ঢাকা ডমিনেটরসের বিপক্ষে ৫ উইকেটের জয়লাভ করেছে সিলেট স্ট্রাইকার্স।

সিলেটের হয়ে মোহাম্মদ হারিস ৩২ বল মোকাবেলা করে ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৪ রান করে । তিনি আর শান্ত ওপেনিং জুটিতে ৫২ রানের পার্টনারশিপ গড়েন ।কিন্তু তাতে ফাটাল ধরান নাসির। একই ওভারে তুলে নেন দুই ওপেনারের উইকেট। পরের ওভারে সানি তুলে নেন জাকিরের উইকেট। সেখান থেকে দলকে জয়ের দিকে নিতে থাকেন মুশফিক ও ইমাদ। ইমাদ ১১ রান করে রানআউট ও মুশফিক ২৭ রান করে তাসকিনের বলে বোল্ড হন। শেষ দিকে থিসারা পেরারার ১১ বলে ২১ ও আকবরের ৫ বলে ১০ রান , ৪ বল বাকি থাকতে সিলেট স্ট্রাইকার্সের জয় নিশ্চিত করে।

এদিকে টসে জিতে ঢাকা শুরুতে ব্যাটিং করে ৭ উইকেট হারিয়ে ১২৮ রান করে। দলের পক্ষে ঢাকার অধিনায়ক নাসির ৩১ বলে ৩৯ রান করেন, এছাড়া উসমান ২৭ ও আরিফুল করেন ২০ রান করেন। সিলেট স্ট্রাইকার্সের পক্ষে ইমাদ ৪ ওভারে ২০ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ হন। এই জয়ের ফলে শীর্ষস্থান ধরে রাখলো সিলেট স্ট্রাইকার্স| CTG NEWS 24 (CN24)

এদিকে একই মাঠে দিনের অপর খেলায় , কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৭ উইকেটের বিশাল জয় পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের লিটন দাস খেলেন ২২ বলে ৪০ রান( ৪টি চার ও ৩টি ছয় )মহামূল্যবান ইনিংস।এছাড়া রিজওয়ানের অপরাজিত ৩৫ বলে ৩৭ রান( ৪টি চার) ও জাকের আলির ২৩ বলে ২২রান (২টি ছয় )।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স শুরুতে ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান করে। চট্টগ্রামের দলের পক্ষে শুভাগত ২৩ বলে ৩৭এবং আফিফ ২১ বলে ২৯ রান ছাড়া আর কেউ তেমন কিছু করতে পারেননি । কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষে তানভির, মোসাদ্দেক ও খুশদিল প্রত্যেকে ২টি করে উইকেট লাভ করেন। লিটন দাস প্লেয়ার অফ দ্য ম্যাচ হন। এই জয়ের ফলেই বিপিএলে ১ম জয় পেল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

CTG NEWS 24 (CN24)

Related Posts

ওয়ানডে র‍্যাঙ্কিং থেকে যে কারণে সাকিবের নাম সরালো আইসিসি

সম্প্রতি ওয়ানডে র‌্যাঙ্কিং প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কিন্তু সেখানে কাকতালীয়ভাবে দেখা মেলেনি দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম। তাই এ নিয়ে বেশ শোরগোল শুরু হয়েছে। যেহেতু তিনি ওয়ানডে…

Read more

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কাকে হারাতে হবে: মাশরাফি

CTG News 24 (CN24)  Sports Desk বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বিশ্বাস করেন যে জাতীয় ক্রিকেট দল পরের রাউন্ডে যাওয়ার জন্য তাদের গ্রুপ ডি ম্যাচে দুটি বড় দল-দক্ষিণ আফ্রিকা…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *