CTG NEWS 24 (CN24) Desk||
শুক্রবার সকাল ৬টায় শ্রীমঙ্গল আবহাওয়া কার্যালয় এ তাপমাত্রা রেকর্ড করেছে। কয়েকদিন ধরেই এ জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বইছে এবং যা আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
পৌষের মাঝামাঝিতে শুরু হওয়া শীতের দাপটের তীব্রতা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আরও বেড়েছে মাঘের শুরুতে; পারদ নেমেছে ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে, যা দেশে এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
হাড়কাঁপানো এ শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে শ্রীমঙ্গলের জনজীবন। বেশি ভোগান্তিতে পড়েছেন চা বাগানের শ্রমিক ও ছিন্নমূল মানুষেরা। CTG NEWS 24
শুক্রবার গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ১৯.২ এবং ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ২৪.০ ও সর্বনিম্ন ১২.৩ তাপমাত্র রেকর্ড করা হয়েছে।
এর আগে এ মৌসুমে গত ১০ জানুয়ারি তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৯ ডিগ্রি রেকর্ড করা হয়েছিল।
আর এখন পর্যন্ত দেশের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয়েছিল ২০১৮ সালের ৮ জানুয়ারি। সেদিন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা সব রেকর্ড ভেঙে নেমে এসেছিল ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে।
CTG NEWS 24 (CN24) Desk