Categories: খেলা

হার দিয়ে বিপিএল পর্ব শেষ করলো ঢাকা ডমিনেটরসের

Romel Dey, CTG News 24 (CN24) Sports

আজ দিনের ১ম খেলায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ১৫ রানের জয় পেয়েছে ঢাকা ডমিনেটরসের বিপক্ষে। দিবারাত্রির ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৫ উইকেটে হারিয়েছে ফরচুন বরিশালকে।

বিপিএলের ২য় ম্যাচে টসে হেরে ফরচুন বরিশাল , কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিরুদ্ধে ১৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১২১ রান তোলে।এদিন ভিক্টোরিয়ান্সের বোলার মুকিদুলের সামনেই যেন ভেঙ্গে পড়ে ফরচুন বরিশালের ব্যাটিং লাইনআপ।বরিশাল দলের মাহমুদউল্লাহ সর্বোচ্চ ২৬বলে ৩৬(১টি ছয় ও ৩টি চার) রান করেন। অন্যদের মধ্যে জানাতের ২৬ বলে ৩২ (১টি ছয় ও ৪টি চার),মিরাজ ১৮বলে ১৭ রান(১টি ছয় ও ১টি চার) ছাড়া বাকিরা যেন আউট হওয়াতে বেশি ব্যস্ত ছিলেন।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষে মুকিদুল ২৩ রানে ৫ উইকেট শিকার করেন।এছাড়া মুস্তাফিজ,রাসেল ও তানভীর ১টি করে উইকেট লাভ করেন। ১২২ রানের ছোট লক্ষ্যে খেলতে নেমে রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ৭৪ রানের মধ্যে শীর্ষ ৫ ব্যাটারকে হারিয়ে বিপাকে পড়ে। এরমধ্যে লিটন ৩৯ বলে ৩৬রান(৫টি চার) লিটনও ছিলেন। আর ঠিক সেই সময় এসে রাসেল ও খুশদিল ৪৮ রানের অবিচ্ছিন জুটি গড়লে ৯ বল হাতে রেখে ৫উইকেটের জয় পায় কুমিল্লা। রাসেল ঝড়ো ১৬ বলে ৩০ রান (৩টি ছয় ও ২টি চার) রান করে ও খুশদিল ১৯ বলে ২৩ রান (১টি ছয় ও ২টি চার)) করে অপরাজিত থাকেন।

ফরচুন বরিশালের এবাদত ২টি এবং উইকেট। এছাড়া খালেদ , সাকিব ও ওয়াসিম ১টি করে উইকেট লাভ করেন।ম্যাচের সেরা প্লেয়ার হয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেসার মুকিদুল।

দিনের প্রথমভাগেও লো স্কোরিং ম্যাচে টসে জিতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করে। ইনিংসের শুরু থেকেই ৭ ওভারে মাত্র ২৮ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ভালই চাপে পড়ে। কিপার ব্যাটার উসমান খান ২৯বলে ৩০রান (৪টি চার)এবং শেষের দিকে জিয়াউরের দ্রুত ২০বলে ৩৪রান করেন(২টি ছয় ও ৩টি চার) বাদ দিলে চ্যালেঞ্জার্সের বাকি ব্যাটাররা ছিলেন সম্পূর্ণরুপে ব্যর্থ।

ডমিনেটরসের হয়ে আরাফাত সানি ২২ রানে ৪টি উইকেট নিয়ে চট্টগ্রামের ইনিংসে ধস নামান। এছাড়া হামজা ও আল আমিন ১ টি করে উইকেট লাভ করেন। নাসির ৪ ওভারে ১৫ রান দিয়ে কোন উইকেট না পেলেও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের রানের লাগাম টেনে ধরেন।

১১৯ রানের সহজ লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে কিছুটা ভালো শুরুর আভাস দিলেও তারাও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে, ডট বলের চাপে একসময় খেই হারিয়ে ফেলে শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৩ রান তুলে মাত্র।

ঢাকা ডমিনেটরসের নাসির সব থেকে বেশি ২৪ রান করলেও খেলেছেন ৩৩টি বল ।ওপেনার সৌম্য করেন ১৬ বলে ২১ রান। বাকিরা শুধু আসা যাওয়ার মাঝেই ছিলেন ব্যস্ত। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সবাই খুব ভালো বল করেন। তাদের পক্ষে ক্যাম্পার ৩টি,মৃত্যুঞ্জয় ও জিয়াউর ২টি করে , শুভাগত ও নিহাদুজ্জামান ১টি করে উইকেট লাভ করেন। ঝড়ো ব্যাটিং আর অতুলনীয় বোলিং করে প্লেয়ার অফ দ্য ম্যাচ হন জিয়াউর রহমান ।

ctgnews24bd

Recent Posts

আইনজীবী আলিফ হত্যা: দুই আসামি রিমান্ডে

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার মামলায় প্রধান আসামি চন্দন দাস এবং অপর…

2 weeks ago

ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ

শান্তি–সম্প্রীতির প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ রাজনীতিকদের পর ধর্মীয় নেতারাও দেশে শান্তি, সম্প্রীতি এবং স্বাধীন অস্তিত্ব ও…

3 weeks ago

ভয়মুক্ত নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভয়মুক্ত এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার কথা বলেছেন,…

3 weeks ago

স্ত্রী হত্যা মামলায় জামিনে মুক্ত সাবেক এসপি বাবুল আক্তার

তিন বছর সাত মাস পর স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় জামিনে মুক্তি পেয়েছেন সাবেক…

3 weeks ago

চট্টগ্রাম আদালতে সংঘর্ষ, হত্যা

২৯ আওয়ামী লীগ নেতা-কর্মীর বিরুদ্ধে ব্যবসায়ীর মামলা চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন না…

3 weeks ago

চট্টগ্রামে ১০ সরকারি স্কুল

এক আসনের বিপরীতে ৬২টি আবেদন চট্টগ্রামে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে এ বছর সবচেয়ে বেশি আবেদন…

3 weeks ago