Mohammad Akil, Staff Reporter
এবার ভারতে মিলল চীনকে বিপর্যস্ত করা করোনার সাভ ভেরিয়েন্ট। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় চারজন বিএফ ৭ ভেরিয়েন্ট এ আক্রান্ত, এ ব্যাপারে জরুরি বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এদিকে চীনের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জানিয়েছে টিকাদান কর্মসূচি ত্বরান্বিত করার মাধ্যমে মিলতে পারে সমাধান। চীনের রাজধানী বেইজিংয়ের হাসপাতাল গুলোর নেই তিল ধারণের ঠাই, প্রতি মুহূর্তেই বাড়ছে করোনা সংক্রমিত রোগের সংখ্যা।
বেইজিংয়ে গত ২৪ ঘন্টায় কোন মৃতের সংখ্যা না থাকলেও ওমিক্রন এর নতুন ভার্সন বিএফ-৭ এ আক্রান্ত হয়েছে নতুন করে আরও তিন হাজার জন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, কভিড-১৯ এর নতুন পরিবর্তন এর সাথে খাপ খাইয়ে নিতে শিখেছে চীনের মহামারী প্রতিরোধক ব্যবস্থা। আর্থ সামাজিক পরিস্থিতি এবং চিকিৎসা ব্যবস্থার মধ্যে করা হয়েছে সমন্বয়। আর এর মূল লক্ষ্য বাণিজ্য স্বাভাবিক করা।
চীন বার বার আসস্থ করলেও উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ সংস্থা। শীর্ষ গবেষকদের দাবি নতুন সনাক্ত সাভ-ভেরিয়েন্ট টি নিয়ন্ত্রণে আনা কষ্টকর হচ্ছে। সংকট সমাধানের একমাত্র উপায় টিকাদান জোরদার। পাশাপাশি মানতে হবে জনস্বাস্থ্য ও সামাজিক বিধিমালা।