এ. এ. মারুফ, Staff Correspondent
আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। সফরে তিনটি ওয়ানডে ও সমসংখ্যক টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেবে দুদল।
সবশেষ ২০১৬ সালে বাংলাদেশে এসেছিল ইংল্যান্ড। মাঝে ২০২১ সালে বাংলাদেশে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল ইংল্যান্ডের।
কিন্তু ব্যস্ত সূচির কারণে দুই বোর্ডের সমঝোতায় সফরটি প্রায় ১৮ মাস পিছিয়ে দেয়া হয়। তখনই বলা হয়েছিল ২০২৩ সালের মার্চের প্রথম সপ্তাহে বাংলাদেশে আসবে ইংল্যান্ড। অবশেষে ছয় বছর পর আবারও বেন স্টোকস-জস বাটলাররা ঢাকায় পা রাখছে।
প্রায় দুই সপ্তাহের এ ট্যুরে মিরপুর শের-ই-বাংলা ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) এক বিবৃতিতে ট্যুরের বিষয়টি নিশ্চিত করেছেন ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী ক্লেয়ার কনর। এক বার্তায় তিনি বলেন, ২০১৬ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশ সফরে যাচ্ছে ইংল্যান্ড।
কনর বলেন, বাংলাদেশে ক্রিকেটের প্রতি দারুণ আবেগ রয়েছে। নিঃসন্দেহে আমরা ঘরের মাঠে দুর্দান্ত রেকর্ড আছে এমন একটি দলের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ আশা করছি।
তিন ম্যাচের ওডিআই সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের দ্বৈরথ। ১ মার্চ ও ৩ মার্চ প্রথম দুটি ওয়ানডে মাঠে গড়াবে মিরপুরে। সিরিজের শেষ একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৬ মার্চ চট্টগ্রামে।
এছাড়া তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি আগামী ৯ মার্চ চট্টগ্রামে হবে। তারপর দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি মাঠে গড়াবে ঢাকায়।