লালখান বাজারে নির্মাণাধীন একটি ভবনের চতুর্থ তলা থেকে পড়ে মো. আরিফ (২০) নামে এক শ্রমিকের মৃত্যুহয়েছে।
বুধবার (২৮ ডিসেম্বর) সকালে আমিন সেন্টারে পাশে একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে।
মো. আরিফ ভোলা জেলার চরফ্যাশন থানার আব্দুল্লাপুর এলাকার মো. আলীর ছেলে।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, লালখান বাজার আমিন সেন্টারে পাশেনির্মাণাধীন একটি ভবনের চতুর্থ তলা থেকে কাজ করার সময় মো.আরিফ নামে এক শ্রমিক পড়ে যায়।
সেখান থেকে উদ্ধার করে সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সিকেয়ারে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ইমার্জেন্সির মরদেহ ঘরে রয়েছে।