ধন্য হল ফুটবল, মেসি- রোনালদো – নেইমার- এম্বাপ্পে জয় করলো মরু

Romel Dey, Sports Reporter, CTG NEWS 24 (CN24)||

ফুটবল বিশ্বকাপের ঠিক এক মাস পরে মরুর বুকে নতুন বিস্ময়ে সাজলো ফুটবল।যেখানে মেসির পিএসজির কাছে রোনালদোর অলস্টারস রিয়াদ হেরেছে ৫-৪ গোল।যেখানে মেসির গোল্‌, রোনালদোর জোড়া গোল, এম্বাপ্পের জোড়া এসিস্ট ও গোল , নেইমারের এসিস্ট ও পেনাল্টি মিস,জুয়ান বারনাট লাল কার্ড সহ সব কিছুই ছিলো|

324923471 866290481242497 8134257306683636818 n

খেলার শুরুর ৩ মিনিটে নেইমারের বাড়ানো বল থেকে গোল করে পিএসজিকে এগিয়ে নিয়ে যান মেসি।২৫ মিনিটে মেসির পাস থেকে এম্বাপ্পে গোল করলেও সেটি রেফারি অফসাউড দেন । পরে ৩০ মিনিটের সময় অলস্টারস রিয়াদের একটি ক্রস থেকে লাফিয়ে হেড দিতে চাইলে গোলরক্ষক নাভাসের পাঞ্চ থেকে আঘাত প্রাপ্ত হন রোনালদো ।পরে রেফারী পেনাল্টি দিলে তার থেকে গোল আদায় করে নিতে ভুল করেন নি রোনালদো।

এক পর্যায়ে পিএসজির জুয়ান বারনাট ফাউল করে লাল কার্ড দেখেন ৩৮ মিনিটের সময় ।৪২ মিনিটে আবার এম্বাপ্পের বাড়ানো বল থেকে গোল করেন মারকিয়ুনিস। ৪৭ মিনিটে নেইমার ডিবক্সে ফাউলের স্বীকার হলে পেনাল্টি পান কিন্তু তা রুখে দেন করেন অলস্টারস রিয়াদের গোলরক্ষক। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে বারে লেগে আসা বল ক্লিয়ার করতে রামস ব্যর্থ হলে তা কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন রোনালদো।

বিরতির পর যেন খেলার গতি আরও বাড়তে থাকে। ৫৫ মিনিটের সময়ে এম্বাপ্পে এসিস্টে রামস গোল করেন । পিছিয়ে পরেও যেন হারার পাত্র না অলস্টারস রিয়াদ । ৫৭ মিনিটের সময় অলস্টারসের জাং গোল করে আবার সমতায় নিয়ে আসেন।এরপর পেনাল্টি থেকে গোল করে পিএসজি কে এগিয়ে নেন এম্বাপ্পে।এরপরে হুগো ৭৯ মিনিটের দিকে আরেকটি গোল করে ব্যবধান বাড়িয়ে নেন ৫-৩ ।

অতিরিক্ত সময়ে অলস্টারসের তালিস্কা দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে গোল করলেও পিএসজি ম্যাচটি জিতে নেয় ৫-৪ ব্যবধানে। অলস্টারস ম্যাচ হারলেও রোনালদোর জোড়া গোলের ফলে প্লেয়ার অফ দ্যা ম্যাচএর পুরষকার জিতেন।

উল্লেখ্য যে ,বর্তমান লিগ 1 চ্যাম্পিয়ন পিএসজি ১৭ জানুয়ারী মধ্যপ্রাচ্যে তাদের বার্ষিক শীতকালীন সফরে আসেন।তারা প্রথমে দোহা কাতারি সমর্থকদের সাথে দেখা করেন এবং সৌদি আরবে যাওয়ার আগে খলিফা স্টেডিয়ামে অনুশীলন করেন। মূলত ,আল-হিলাল এবং আল-নাসরের খেলোয়াড়দের নিয়ে গঠিত রিয়াদ অল-স্টার দলের হয়ে খেলেন ক্রিশ্চিয়ানো রোনালদোর। দুই বছরে প্রথমবারের মতো ক্রিশ্চিয়ানো রোনালদো এবং প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি একে অপরের মুখোমুখি হন এবং হতে পারে শেষবারের মতো।

ম্যাচটি সৌদির রাজধানী রিয়াদের ফাহদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হয়। যেখানে আল-হিলাল তাদের হোম ম্যাচ খেলে এবং এর ধারণক্ষমতা ৬৮,৭৫২। এতে ভারতীয় বলিউড বিখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Related Posts

ওয়ানডে র‍্যাঙ্কিং থেকে যে কারণে সাকিবের নাম সরালো আইসিসি

সম্প্রতি ওয়ানডে র‌্যাঙ্কিং প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কিন্তু সেখানে কাকতালীয়ভাবে দেখা মেলেনি দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম। তাই এ নিয়ে বেশ শোরগোল শুরু হয়েছে। যেহেতু তিনি ওয়ানডে…

Read more

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কাকে হারাতে হবে: মাশরাফি

CTG News 24 (CN24)  Sports Desk বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বিশ্বাস করেন যে জাতীয় ক্রিকেট দল পরের রাউন্ডে যাওয়ার জন্য তাদের গ্রুপ ডি ম্যাচে দুটি বড় দল-দক্ষিণ আফ্রিকা…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *