CTG News 24 (CN24) National Desk
‘সবুজে সাজাই বাংলাদেশ’ প্রতিপাদ্যে ফেনীতে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হয়েছে।
বুধবার (১৪ জুন) দুপুরে ফেনীর বিজয়সিংহ দীঘির পাড়ে কর্মসূচির উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।
ফেনী জেলা প্রতিনিধি এবং প্রকৃতি ও জীবন ক্লাব ফেনী’র সমন্বয়ক রবিউল হক রবি’র পরিচালনায় বৃক্ষরোপন কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার জাকির হাসান, প্রকৃতি ও জীবন ক্লাব ফেনী’র উপদেষ্টা ও স্টার লাইন গ্রুপের ভাইস-চেয়ারম্যান জাফর উদ্দিন, প্রকৃতি ও জীবন ক্লাব ফেনী’র উপদেষ্টা ও শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী।
এসময় প্রকৃতি ও জীবন ক্লাব ফেনী’র উপদেষ্টা বাংলাদেশ বেতার ও টেলিভিশনের কবি ও গীতিকার ইকবাল চৌধুরী, ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক তাজুল ইসলাম ভূঁইয়া, প্রকৃতি ও জীবন ক্লাব ফেনী’র অন্যান্য উপদেষ্টাগণ, দৈনিক অজেয় বাংলা’র নির্বাহী সম্পাদক শাহজালাল ভুঁইয়া সহ ফেনীতে কর্মরত সাংবাদিক, আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রকৃতি ও জীবন ক্লাবের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফেনীর বিজয়সিংহ দীঘির পাড় সহ বিভিন্ন উন্মুক্ত স্থান, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, ও সড়কের পাশে ১ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপন করা হবে।
ফেনীর বিশিষ্টজনেরা বৃক্ষরোপন কার্যক্রমের প্রশংসা করেন এবং দেশের জীববৈচিত্র্য সংরক্ষণে পরিবেশ সুরক্ষায় প্রতিটি নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তাঁরা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে সবুজায়নের বিকল্প নেই।