CTG News 24 (CN24) Sports Desk
আগামী বছর বিপিএল দিয়ে ক্রিকেটে ফিরবেন বাংলাদেশ এর অন্যতম ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল। তবে এইবার ব্যাট হাতে দেখার আগে মাইক্রোফোন হাতে দেখা মিলছে বাংলাদেশের এই ওপেনার কে।
আন্তর্জাতিক ম্যাচের একজন ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হতে যাচ্ছেন দেশ সেরা এই ওপেনার ব্যাট্সম্যান। মঙ্গলবার তার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্ট এর মাধ্যমে এই তথ্য জানিয়েছেন তামিম ইকবাল।
জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতাহার আলী খানের সঙ্গে তোলা নিজের একটি ছবি পোস্ট এর স্ট্যাটাসে তামিম বলেছেন, ‘‘আগামীকাল বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ধারাভাষ্য প্যানেলের ছোট্ট অংশ হিসেবে থাকব আমি। আমার স্লট: ১২টা ৪০ থেকে ১টা ১০ মিনিট এবং ১টা ৪০ থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত। আবারও ধারাভাষ্য কক্ষের অভিজ্ঞতা নিতে মুখিয়ে আছি।’’
আন্তর্জাতিক ম্যাচ এ প্রথম হলেও এর আগে গত বছর বিপিএলে খুলনা টাইগার্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ম্যাচে ধারাভাষ্য দিয়েছিলেন বাংলাদেশ টিমের এই অভিজ্ঞ ওপেনার।
তিনি ম্যাচ চলাকালীন সময়ে প্রায় ৬ ওভার এর মতো টানা ধারাভাষ্য দিয়েছেন তিনি। তামিম এটাও বলেছিলেন যে – আরো একটি সিরিজের ধারাভাষ্য এর প্রস্তাব পেয়েছেন তিনি। গত সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পর মাঠের বাইরে রয়েছেন তামিম।
ফিটনেস জটিলতায় বিশ্বকাপে খেলা হয়নি, খেলছেন না মিরপুরে অনুষ্ঠিত নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ ও। সিরিজের পর বাংলাদেশের নিউজিল্যান্ড সফরেও যাবেন না তামিম ইকবাল ।
তিনি জানিয়েছেন আগামী বছর বিপিএল দিয়ে ফিরবেন। এর মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ভবিষ্যত নিয়ে চূড়ান্ত সিদ্বান্ত নিয়েছেন দেশসেরা এই ওপেনার। যা পরে জানাবেন বলে জানিয়েছেন সাবেক এই ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল