CTG News 24 (CN24) National Desk
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভাইস চ্যান্সেলর ড. সত্য প্রসাদ মজুমদার বলেছেন, শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন একমত হলেও আইনের বাইরে গিয়ে কারো পক্ষে কিছু করা সম্ভব নয়।
তিনি বলেন, “একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং ৮ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এরপর একাডেমিক কাউন্সিল বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেবে।
উপাচার্য শুধুমাত্র আবাসিক হল থেকে বহিষ্কার করতে পারেন। তবে আইন লঙ্ঘনের জন্য একাডেমিক কাউন্সিল ব্যবস্থা নেবে।” আচরণবিধি। অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেবে বুয়েট প্রশাসন।
শনিবার বিকেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সত্য প্রসাদ মজুমদার এ কথা বলেন।
এর আগে ছয় শিক্ষার্থীকে বহিষ্কারসহ বিভিন্ন দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১২টার দিকে দিনের আন্দোলন শেষ হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি মেনে না নিলে রোববার সকালে আবারও আন্দোলনে নামবেন বলে ঘোষণা দেন তারা।
উল্লেখ্য, বৃহস্পতিবার বাংলাদেশ ছাত্রলীগের (বিসিএল) কেন্দ্রীয় সভাপতি ও অন্যান্য নেতারা একটি রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে সকাল ১টার দিকে ক্যাম্পাসে প্রবেশের পর শুক্রবার আন্দোলন শুরু করে বুয়েটের শিক্ষার্থীরা।