CTG News 24 (CN24) National Desk
গত কয়েকদিন ধরে দেশে তাপপ্রবাহ অব্যাহত থাকায় চুয়াডাঙ্গা ও পাবনা জেলায় শনিবার যথাক্রমে হিট স্ট্রোকে দুইজনের মৃত্যু হয়েছে।
এমতাবস্থায় ২৭ এপ্রিল পর্যন্ত সব স্কুল, মাদ্রাসা ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নিহতরা হলেন- চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা জাকির হোসেন (৩৩) ও পাবনা জেলার বাসিন্দা সুকুমার দাস (৬০)।
এদিকে শনিবার চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া পর্যবেক্ষক তাহমিনা নাসরিন জানান, একটানা তীব্র তাপপ্রবাহের পর তাপমাত্রা আরও বেড়েছে এবং প্রচণ্ড তাপপ্রবাহ শুরু হয়েছে।
বৃষ্টি না হওয়ায় তাপপ্রবাহ চলছে। যদি বৃষ্টি হয় তবে তাপমাত্রা অনেক কমে যাবে, তিনি বলেন, আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই।
তবে ঝড় হলে তার সঙ্গে বৃষ্টি হতে পারে।
এছাড়া বিকেলে পাবনার ঈশ্বরদীতে ৪১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।