CTG News 24 (CN24) National Desk
সোমবার চট্টগ্রামে একটি দ্রুতগামী বাস মোটরসাইকেলকে চাপা দিলে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন।
বিকেল সাড়ে ৩টার দিকে কাপ্তাই সেলিনা কাদের চৌধুরী কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নরসিংদী জেলার সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র শান্ত সাহা এবং একই বিভাগের নোয়াখালীর তৌফিক হোসেন।
চুয়েটের উপ-পরিচালক (জনসংযোগ) ফজলুর রহমান জানান, শান্তর মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং তৌফিকের মরদেহ এভারকেয়ার হাসপাতালে রয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে নিহতদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ধ্যা সাতটার দিকে চুয়েট ক্যাম্পাস এলাকার সামনের সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় শাহ আমানত লাইনের চারটি বাস আটক করেন শিক্ষার্থীরা।
ঘটনাস্থলে ছাত্র কল্যাণ উপপরিচালক সাইফুল ইসলাম উপস্থিত রয়েছেন।