CTG News 24 (CN24) National Desk
শুক্রবার (২৪ মে) কক্সবাজারের উখিয়া উপজেলার থাইংখালীর ১৩ নম্বর তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ শতাধিক বাড়িঘর, দোকানপাট, টয়লেট ও এনজিও অফিস পুড়ে গেছে।
সকাল ১১টার দিকে তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগে এবং দুপুর সাড়ে ১২টার দিকে নিয়ন্ত্রণে আনা হয়। প্রায় আড়াই হাজার রোহিঙ্গা শরণার্থী বিপর্যয়কর আগুনে তাদের সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে।
শুক্রবার সকালে পালনখালী ইউনিয়নের ১৩ নং তানজিমারখোলা বি ব্লক রোহিঙ্গা ক্যাম্পের কাঁঠালতলী বাজারে এনজিও কারিতাসের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়ে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। আগুন দ্রুত পার্শ্ববর্তী কাঠাল গাছতলা বাজার ও ক্যাম্পের অস্থায়ী কক্ষে ছড়িয়ে পড়ে।
এর ফলে বাঁশের তৈরি ২০টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে, ২২০টি গোয়ালঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২৫টি দোকান ও ৪৫টি টয়লেট পুড়ে গেছে।
এছাড়া এনজিও কারিতাস অফিস, একটি মসজিদ, সিএফএস, কমিউনিটি সেফ স্পেস এবং আটটি টেপ স্ট্যান্ড আগুনে আংশিক পুড়ে গেছে।
খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।
পরে কক্সবাজার থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলেও জানান তিনি।
তাদের সঙ্গে যোগ দেন রোহিঙ্গা শরণার্থী ও এপিবিএন সদস্যরা।
স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, আগুনে কয়েক কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।