CTG News 24 (CN24) National Desk
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন জুনিয়র-মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি কমানো হয়েছে। ২ জুলাই পর্যন্ত ছুটি থাকার কথা ছিল। এখন নতুন সিদ্ধান্ত হলো বুধবার (২৬ জুন) থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে। তবে শুক্রবার ছাড়াও শনিবারও সাপ্তাহিক ছুটি থাকবে।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।
কারিকুলাম অনুযায়ী, পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি চলতি বছরের ১৩ জুন শুরু হয়েছে, যা ২ জুলাই পর্যন্ত থাকার কথা ছিল। গ্রীষ্মকালীন ছুটি এক সপ্তাহ কমিয়ে আনা হতে পারে বলে আগেই আভাস দেওয়া হয়েছিল।
ছুটি কমানোর পক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের যুক্তি, সারা বছরই পাঠদান কর্মদিবস কমেছে। এ ছাড়া শনিবার বন্ধ পুনরায় চালু হওয়ায় কাজের দিন কমে যাবে। তাই গ্রীষ্মের ছুটি সংক্ষিপ্ত করা হয়েছে।