চট্টগ্রাম নগরীতে বেদখল সাড়ে পাঁচ কোটি টাকার সরকারি উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ জায়গা রাতারাতি টিন দিয়ে ঘিরে দখলের পর দোকান তৈরি করে ভাড়া দেয় দখলদার।
রোববার (১০ নভেম্বর) অভিযান চালিয়ে নগরীর এ কে খান মোড়ের উত্তর পাহাড়তলী মৌজার ৫.৫০ শতক সরকারি খাসজমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।
জানা গেছে, গত শুক্রবার উত্তর পাহাড়তলীতে পাঁচ কোটি টাকা মূল্যের সরকারি খাসজমি রাতারাতি দখল করে নেয় একটি চক্র। এরপর টিন দিয়ে ঘিরে সেখানে ফল ও চায়ের দোকান ভাড়া দেওয়া হয়।
খবর পেয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী জানান, অবৈধভাবে দখলকৃত সাড়ে পাঁচ শতক জমি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সম্পত্তির বাজারমূল্য আনুমানিক সাড়ে পাঁচ কোটি টাকা। জমি উদ্ধার করে সেখানে সরকারি সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।