চট্টগ্রামে রাতারাতি পাঁচ কোটির সরকারি জমি দখল, জেলা প্রশাসনের অভিযানে উদ্ধার

চট্টগ্রাম নগরীতে বেদখল সাড়ে পাঁচ কোটি টাকার সরকারি উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ জায়গা রাতারাতি টিন দিয়ে ঘিরে দখলের পর দোকান তৈরি করে ভাড়া দেয় দখলদার।

রোববার (১০ নভেম্বর) অভিযান চালিয়ে নগরীর এ কে খান মোড়ের উত্তর পাহাড়তলী মৌজার ৫.৫০ শতক সরকারি খাসজমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

জানা গেছে, গত শুক্রবার উত্তর পাহাড়তলীতে পাঁচ কোটি টাকা মূল্যের সরকারি খাসজমি রাতারাতি দখল করে নেয় একটি চক্র। এরপর টিন দিয়ে ঘিরে সেখানে ফল ও চায়ের দোকান ভাড়া দেওয়া হয়।

খবর পেয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী জানান, অবৈধভাবে দখলকৃত সাড়ে পাঁচ শতক জমি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সম্পত্তির বাজারমূল্য আনুমানিক সাড়ে পাঁচ কোটি টাকা। জমি উদ্ধার করে সেখানে সরকারি সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।


Related Posts

আইনজীবী আলিফ হত্যা: দুই আসামি রিমান্ডে

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার মামলায় প্রধান আসামি চন্দন দাস এবং অপর আসামি রিপন দাসের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে চন্দন দাসকে সাত দিন এবং রিপন…

Read more

স্ত্রী হত্যা মামলায় জামিনে মুক্ত সাবেক এসপি বাবুল আক্তার

তিন বছর সাত মাস পর স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় জামিনে মুক্তি পেয়েছেন সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার। বুধবার (৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *