পঙ্গু হাসপাতালে আহতদের চিকিৎসায় ৫ লাখ টাকা সহায়তা দিয়েছে বিএনপি

বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের প্রত্যেককে পুনর্বাসন করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। তিনি বলেন, আহতদের মধ্যে যাঁদের দেশে সুচিকিৎসা সম্ভব নয়, তাঁদের দ্রুত চিহ্নিত করে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর পঙ্গু হাসপাতালে জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন সালাহ উদ্দিন আহমদ।

এ সময় আহতদের সহায়তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মোট পাঁচ লাখ টাকা সহায়তা দেওয়া হয়।

বিএনপি নেতা সালাহ উদ্দিন বলেন, ‘আন্দোলনকারীদের মধ্যে গুরুতর, যাঁরা এখানে চিকিৎসাধীন, তাঁরা আর্থিক সহায়তা পাননি। চিকিৎসার বাইরে তাঁদের যে সহযোগিতা দরকার, সেটা আমরা বুঝি। তাঁরা অনেকে বলেছে, প্রতিশ্রুতি অনুযায়ী যে এক লাখ টাকা দেওয়ার কথা, সেটা তাঁরা পাননি।’

বিএনপির এই নেতা বলেন, ‘আমরা অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করছি, যাঁরা এই আর্থিক সহায়তা দেওয়ার দায়িত্ব নিয়েছেন, তাঁরা যেন দ্রুত এটা পৌঁছে দেন।’

Related Posts

আইনজীবী আলিফ হত্যা: দুই আসামি রিমান্ডে

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার মামলায় প্রধান আসামি চন্দন দাস এবং অপর আসামি রিপন দাসের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে চন্দন দাসকে সাত দিন এবং রিপন…

Read more

ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ

শান্তি–সম্প্রীতির প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ রাজনীতিকদের পর ধর্মীয় নেতারাও দেশে শান্তি, সম্প্রীতি এবং স্বাধীন অস্তিত্ব ও মর্যাদার প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন। এ প্রশ্নে তাঁরা দেশবিরোধী সব ষড়যন্ত্র মোকাবিলায় অন্তর্বর্তী সরকারের…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *