দুরন্ত টাইগারদের উড়ন্ত সূচনা, বৃষ্টি আইনে আয়ারল্যান্ডকে হারালো ২২ রানে

Romel Dey, CTG News 24 (CN24) Sports

 চট্টগ্রামে ১ম টি-টোয়েন্টি ম্যাচে সফরকারী আয়ারল্যান্ডকে বৃষ্টি আইনে ২২ রানে হারিয়ে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল টাইগাররা।

আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের ১ম টি-টোয়েন্টি ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। ব্যাট করতে নেমে বাংলাদেশ  বৃষ্টির কারণে  নির্ধারিত ২০ ওভারের পরিবর্তে ১৯.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৭ রানের বিশাল  সংগ্রহ করে। দুই ওপেনার লিটন  ও রনির শুরুটা ছিল এক কথায় অনবদ্য। ওপেনিং জুটিতে মাত্র ৭ ওভারে তোলেন ৯১ রান।কিন্তু লিটন ফিরে যান ২৩বলে ৪৭(৩টি ছয় ও ৪টি চার) রানের ঝড়ো এক ইনিংস খেলে।এদিন বাংলাদেশের প্রত্যেক  ব্যাটারই ছিলেন খুবই আক্রমণাত্মক। রনি তার ক্যারিয়ার সেরা ৬৭ রানের ইনিংস খেলেন মাত্র ৩৮ বলে ৭টি  চার ও ৩ টি ছক্কায় ,তিনি এই রান তুলে আউট হন ।অন্যান্যদের মধ্যে শামিম ২০বলে ৩০(২টি ছয় ও ১টি চার) ,সাকিব ১৩ বলে ২০ রান(৩টি চার), হৃদয় ৮ বলে ১৩ রান(১টি ছয়) ও শান্ত ১৩ বলে ১৪ রান(১টি ছয়) করেন । আইরিশ বোলারদের একেবারেই পাত্তা দেয়নি টাইগার ব্যাটাররা।আইরিশ বোলারদের মধ্যে ইয়ং ২টি, হিউম, অ্যাডায়ার ও টেক্টর ১টি করে উইকেট লাভ করেন।কিন্তু প্রত্যেকে ছিলেন ব্যয়বহুল।

বৃষ্টির কারণে দীর্ঘ সময় খেলা বন্ধ থাকার পর, আয়ারল্যান্ডের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৮ ওভারে ১০৪ রান।দারুণভাবে শুরুও করেছিল  আইরিশরা।ওপেনিং জুটিতে স্টার্লিং ও অ্যাডায়ার মিলে ৩২ রান তুলে নেন মাত্র ২ ওভারে। কিন্তু এরপরই তারা বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে।শুরুটা  করেন হাসান, এরপর পুরোটাই  তাস্কিনময় , একাই  ভেঙ্গে দেন আইরিশদের ব্যাটিং লাইনআপ।তিনি তুলে নেন ৪ আইরিশ ব্যাটারের উইকেট, তার মধ্যে ১ ওভারে নেন ৩টি। আইরিশদের হয়ে ডেলানি ১৪বলে ২১রান(৩টি চার) , টেক্টর ১২ বলে ১৯ রান(৩টি চার), স্টার্লিং ৮ বলে ১৭ রান(৪টি চার) ও অ্যাডায়ার ১০ বলে ১৩ রান(৩টি চার) করেন । । অবশেষে  ৮ ওভার শেষে  ৮১ রান তুলতে সমর্থ হয় তারা।ফলে  টাইগাররা ২২ রানের স্বস্তির  জয় পায়। ম্যাচে অসাধারণ  ব্যাটিং করে  ম্যাচ সেরা হয়েছেন রনি তালুকদার ।

২৯ মার্চ একই মাঠে ২য় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল।

Related Posts

ওয়ানডে র‍্যাঙ্কিং থেকে যে কারণে সাকিবের নাম সরালো আইসিসি

সম্প্রতি ওয়ানডে র‌্যাঙ্কিং প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কিন্তু সেখানে কাকতালীয়ভাবে দেখা মেলেনি দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম। তাই এ নিয়ে বেশ শোরগোল শুরু হয়েছে। যেহেতু তিনি ওয়ানডে…

Read more

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কাকে হারাতে হবে: মাশরাফি

CTG News 24 (CN24)  Sports Desk বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বিশ্বাস করেন যে জাতীয় ক্রিকেট দল পরের রাউন্ডে যাওয়ার জন্য তাদের গ্রুপ ডি ম্যাচে দুটি বড় দল-দক্ষিণ আফ্রিকা…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *