৭ উইকেটের জয় দিয়ে টাইগারদের জয়রথ থামাল আইরিশরা,২-১সিরিজ জিতল সাকিববাহিনী

Romel Dey CTG News 24  (CN24) Sports Desk

চট্টগ্রামে ৩য় তথা শেষ টি-টোয়েন্টি ম্যাচে টাইগারদের ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে সফরকারী আয়ারল্যান্ড ফলে ২-১ ব্যবধানে সিরিজ জিতল টাইগাররা।

আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের ৩য় তথা শেষ টি-টোয়েন্টি ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক বাংলাদেশ। ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১২৪ রান সংগ্রহ করে।

এদিন বাংলাদেশের প্রত্যেক ব্যাটার যেন মুদ্রার অপর পিঠ দেখে।টপঅর্ডার ও মিডলঅর্ডার সম্পূর্ণ ব্যর্থ হয়।একমাত্র শামীম হোসেন ধ্বংসস্তূপের মধ্যে একা  দাঁড়িয়ে থাকার চেষ্টা করেন এবং  এতে করে বাংলাদেশ তিন অংকের স্কোর গড়তে সমর্থ হয়। শামীম ও নাসুম ৮ম উইকেটে ৩৩ রান যোগ করেন এবং এর ফলে হল ১০০ রানের স্কোর সম্ভব হয়েছিল। শামীম হোসেন দায়িত্বশীলভাবে ৫১ রানের ইনিংস খেলেন মাত্র ৪২ বলে(৫টি  চার ও ২ টি ছক্কায়) আউট হন ।অন্যান্যদের মধ্যে রনি  ১৪,নাসুম ১৩ ও হৃদয় ১২ রান করেন। বাকিরা কেউ ২ অংকের কোটা পেরোতে পারেনি । আইরিশ বোলাররা প্রত্যেকে অসাধারণ বোলিং করেন।আইরিশ বোলারদের মধ্যে অ্যাডায়ার ৩টি  ও হামফ্রেস ২টি এবং  টেক্টর,হ্যান্ড,ক্যাম্পার ও হোয়াইট প্রত্যেকে ১টি করে উইকেট লাভ করেন।

১২৫ রানের সহজ লক্ষ্য নিয়ে খেলতে নেমে ভালই শুরু করে আয়ারল্যান্ড। ৬ ওভার ও ৭ উইকেট হাতে রেখেই  সহজেই ১২৫ রানের তুলে নেয় তারা।বিশেষ করে আইরিশ অধিনায়ক ঝড়ো ব্যাটিং তাণ্ডবের সামনে টিকতেই  পারেনি টাইগার বোলাররা।আউট হওয়ার আগে একপ্রান্ত আগলে রেখে স্টার্লিং খেলেন ৪১ বলে ৭৭ রানের ইনিংস , যাতে ছিল ১০টি  চার ও ৪টি ছয়।তার এই রানের ফলে সহজে জয় পায় আইরিশরা।এছাড়া টেক্টর ১৪ রান ও  ক্যাম্পার ৯ বলে দ্রুত ১৬ রান করেন।কিন্তু এরপরই তারা বাংলাদেশের বোলারদের  মধ্যে তাসকিন, রিশাদ ও শরিফুল প্রত্যেকে ১টি করে উইকেট লাভ করেন।  । ম্যাচে অসাধারণ  ব্যাটিং করে  ম্যাচ সেরা হয়েছেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং।এছাড়া সিরিজ সেরা হয়েছেন তাসকিন আহমেদ।বাংলাদেশ সিরিজ জিতে নিয়েছে ২-১ ব্যবধানে।

আগামী ৪ই এপ্রিল থেকে একমাত্র টেস্টটি শুরু হবে ঢাকার মিরপুর মাঠে।

Related Posts

ওয়ানডে র‍্যাঙ্কিং থেকে যে কারণে সাকিবের নাম সরালো আইসিসি

সম্প্রতি ওয়ানডে র‌্যাঙ্কিং প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কিন্তু সেখানে কাকতালীয়ভাবে দেখা মেলেনি দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম। তাই এ নিয়ে বেশ শোরগোল শুরু হয়েছে। যেহেতু তিনি ওয়ানডে…

Read more

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কাকে হারাতে হবে: মাশরাফি

CTG News 24 (CN24)  Sports Desk বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বিশ্বাস করেন যে জাতীয় ক্রিকেট দল পরের রাউন্ডে যাওয়ার জন্য তাদের গ্রুপ ডি ম্যাচে দুটি বড় দল-দক্ষিণ আফ্রিকা…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *